Loksabha Election 2024: চতুর্থ দফা ভোটের পরে আরও কড়া কমিশন, হিংসা রুখতে রাজ্যে মোতায়েন ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
আবেদন ছিল ৯২০ কোম্পানির। উল্টে বেড়ে গেল আরও একশো। ৯২০ হল ১,০২০ কোম্পানি। রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনে মোতায়েন থাকবে মোট ১,০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে চতুর্থ দফার ভোট পরিস্থিতি দেখে ৬ষ্ঠ দফায় এমনই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পশ্চিমবঙ্গের জন্য সর্বাধিক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। প্রথম তিনটি দফার ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে মিটলেও চতুর্থ দফাতেই পশ্চিমবঙ্গের ভোট মানচিত্রে ফের অশান্তির ছবি স্পষ্ট হচ্ছে। তাই পরিস্থিতি বুঝে বাকি তিন দফার জন্য পরিকল্পনা বদল। পঞ্চম দফায় QRT বাড়ানোর পাশাপাশি ষষ্ঠ দফায় ১,০২০ কম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শেষ তিন দফায় যেসব জায়গাগুলি রয়েছে, জঙ্গলমহল, মেদিনীপুর, হুগলি, আরামবাগ,দমদম, বারাসাত,ভাঙ্গড়, বসিরহাট সহ দুই চব্বিশ পরগনা এবং দুই কলকাতা যা ইতিমধ্যেই কমিশনের কড়া নজরের মধ্যে আছে।
পঞ্চম দফায় এক দিকে যেমন বাড়ছে কেন্দ্রীয় বাহিনী অন্যদিকে তেমনিই বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা। আর ষষ্ঠ ও সপ্তম দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলতে চলেছে সংশ্লিষ্ট নির্বাচনী ক্ষেত্রগুলোকে জাতীয় নির্বাচন কমিশন যা সাম্প্রতিক অতীতে এই প্রথমবার রাজ্যে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে জঙ্গলমহল অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে কটি বুথ থাকবে সেখানে প্রতি বুথে এক সেকশান অর্থাৎ আট জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
চতুর্থ দফা ভোটের পরে কমিশনের পক্ষে থেকে সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তাও দেওয়া হয়েছে। ভোটের দিন কী করবেন তাও বলে দিল কমিশন।
কমিশন বলেছে, ‘বাড়ি থেকে বেড়িয়ে নিজের ভোট দিয়ে আবার বাড়িতেই ফিরে যান, অযথা এদিক ওদিক ঘোরাঘুরি বা জটলা করবেন না নির্বাচন শেষ হওয়া পর্যন্ত, অন্যথা কমিশন আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাটাও করে দেবে কড়া হাতেই।’
কড়া ভাবে কমিশনের নির্দেশ, ‘ অযাচিতভাবে কোন জায়গায় আর কাউকেই সঙ্গবদ্ধ বা জটলা করতে দেবে না এবার আর নির্বাচন কমিশন। এর পাশাপাশি এলাকায় যারা অশান্তি করে থাকেন তাঁরা এবার যদি নিজেরা শুধরে না যান তাহলে কমিশন তাঁদেরকে দায়িত্ব নিয়ে শুধরে দেবে।‘