IIT Bombay: রামায়ণ নিয়ে প্যারোডি! আইআইটি বম্বের ৮ পড়ুয়াকে জরিমানা ১ লক্ষ ২০ হাজার টাকা

0 36

রামায়ণ নিয়ে প্যারোডি, তাতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে। এই অপরাধেই দোষী সাবস্ত্য হয়েছে আইআইটি বম্বের ৮ পড়ুয়া। তাঁদের মধ্যে চার পড়ুয়াকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করল আইআইটি বম্বের শৃঙ্খলা কমিটি। আর বাকি চার পড়ুয়াকে ৪০ হাজার টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি কয়েকজন পড়ুয়ার হোস্টেল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কতৃপক্ষ।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত ৩১ মার্চ আইআইটি বম্বেতে ‘পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল’ বা পিএফএফ ছিল। সেখানেই কয়েকজন পড়ুয়া মিলে একটি নাটক মঞ্চস্থ করেন। যার নাম তাঁরা দিয়েছিলেন ‘রাহোভান’। যা আদপে হিন্দু মহাকাব্য তথা পবিত্র গ্রন্থ রামায়ণের প্যারোডি। কিন্তু সেই নাটক মঞ্চস্থ হওয়ার পরে বিতর্কের ঝড় উঠেছে। তারপরেই ওই ৮ পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বম্বে আইআইটি কতৃপক্ষ।

আরেকটি  সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইআইটি বম্বের পড়ুয়াদেরই একাংশ ওই ৮ পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিযোগকারী পড়ুয়াদের দাবি ছিল, হিন্দু মহাকাব্যকে নিয়ে মজা করে নাটক বানানোর কারণে হিন্দুদের বিশ্বাস এবং দেবতাদের ‘অবমাননা’ করা হয়েছে। ‘নারীবাদী প্রচারের’ আড়ালে নাটকের প্রধান চরিত্রগুলিকে নিয়ে মজা করে সাংস্কৃতিক মূল্যবোধকেও উপহাস করা হয়েছে বলে দাবি ওই পড়ুয়াদের।

পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে গত ৮ মে অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে শৃঙ্খলা কমিটির একটি বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আইআইটি বম্বের শৃঙ্খলা কমিটির কর্তৃপক্ষ। এরপর সেই বৈঠকের ভিত্তিতে ৪ জুন ৯ পড়ুয়ার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়। জানানো হয়, অভিযুক্ত চারজন পড়ুয়াকে জরিমানা হিসাবে এক লক্ষ ২০ হাজার টাকা করে দিতে হবে। অন্য চারজনকে দিতে হবে ৪০ হাজার টাকা করে। ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অফিসে ৩০ জুলাইয়ের মধ্যে এই টাকা জমা দিতে হবে বলেও জানানো হয়।

বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে এই নিয়ে হইচই পড়েছে। অনেকেই ওই আট পড়ুয়ার পাশে দাঁড়িয়েছেন। আবার অনেকেই তাঁদের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ কেবল জরিমানা নয় ওই ৮ পড়ুয়াকে কলেজ থেকে ব্রখাস্ত করার দাবি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.