কলকাতা, ১৫ এপ্রিল: আজ মঙ্গলবার সাতসকালে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুরোদমে শুরু হল তল্লাশি অভিযান। কলকাতা, বিরাটি ও নদিয়ার বিভিন্ন জায়গায় ইডির অভিযান চলছে। তদন্তকারীদের বিশেষ নজরে এজেন্টরা, যাদের মাধ্যমে ভুয়ো পাসপোর্ট তৈরি করানো হয়েছিল। মঙ্গলবার ইডি আধিকারিকরা এ বিষয়ে আরও তথ্যপ্রমাণ জোগাড়ের জন্য সকাল থেকে তল্লাশি শুরু করে।
বাংলাদেশের নাগরিক আজাদ মালিক ভারতীয় পাসপোর্ট তৈরি করে থাকছিল বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করত এই ব্যক্তি। আরও জানা যাচ্ছে কয়েক বছর আগে এই ব্যক্তি ভাড়া নিয়ে এসেছে বিরাটি এলাকায়। এদিন সকাল সাড়ে ছটা নাগাদ প্রায় ৮জন ইডি আধিকারিকেরা ওই ব্যক্তির সন্ধানে হানা দিয়েছেন এখানে।
গত মাসেই জাল ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ১৩০ পাতার চার্জশিটে বলা হয়, অভিযুক্ত ১৩০ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। তাঁদের সকলে এখনও পলাতক। বাকি ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের অন্যতম প্রাক্তন পুলিশ অফিসার আবদুল হাই। এছাড়াও চার্জশিটে নাম ছিল বহুচর্চিত সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন বিশ্বাস-সহ আরও তিনজনের।
মোটা টাকার বিনিময়ে সীমান্ত এলাকাগুলিতে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি হয়েছিল। যেসব এজেন্টরা এই কাজ করতেন, তাঁদেরই মূলত স্ক্যানারের আওতায় এনে তদন্ত শুরু করে ইডি।
Comments are closed.