ফের অ্যাকশনে ইডি। একশো দিনের কাজে ‘দুর্নীতি’, অভিযানে ইডি। ১.৭৯ কোটি টাকার তদন্তে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের চার জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির আধিকারিকেরা। চুঁচুড়া, ঝাড়গ্রাম, বহরমপুর এমনকী কলকাতার সল্টলেকেও চলছে তল্লাশি। একযোগে সল্টলেক, চুঁচুড়া, বহরমপুরে ইডির হানা। ধনিয়াখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় ২টি FIR হয়। সেই FIR-এর ভিত্তিতে তদন্তে ইডি।
সল্টলেকে ধনিয়াখালির প্রাক্তন BDO-র বাড়িতে ইডি। ধনিয়াখালির BDO ছিলেন সঞ্চয়ন পান। ২০১৮ সালে তিনি অবসর নেন। সল্টলেক সেক্টর ওয়ানের EA ব্লকে ইডির অভিযান। বিদ্যাসাগর সমবায় আবাসন সমিতিতে বাড়ি সঞ্চয় পানের। বহরমপুরে তিনি ভাড়া থাকতেন। সেই বাড়িতেও গিয়েছে ইডির দল। এছাড়াও বহরমপুরে পঞ্চায়েত কর্মীর বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। চুঁচুড়ায় ব্যবসায়ীর বাড়িতেও যায় ইডি। কিন্তু নাম বিভ্রান্তির চুঁচুড়া থেকে বেরিয়ে যায় ইডির দল।
মঙ্গলবার সকাল হতে না হতেই ঝাড়গ্রামে পৌঁছয় ইডির একটি দল। জাতিগত শংসাপত্র দুর্নীতি মামলাতেও ইডির অভিযান। ঝাড়গ্রামে WBCS অফিসারের বাড়িতে ইডির দল। বাছুরডোবা হাউসিং ব্লক বি-তে ইডি । এই ব্লকেই WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়ি। সূত্রের খবর, ১০০ দিনের কাজে MGNREGA প্রকল্পের শংসাপত্রে কারচুপির তদন্তে এসেছে ইডি।
মুর্শিদাবাদের বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। রথীন দে নামে ওই পঞ্চায়েত কর্মীর বাড়িতে উপস্থিত হয়েছেন গোয়েন্দারা।