রেশন দুর্নীতিকাণ্ডে আরও ৪ নতুন কোম্পানির হদিশ

0 12

নিউজ ডেস্ক, ৮ নভেম্বর : রেশন দুর্নীতিকাণ্ডে উঠে আসছে একের পর এক নয়া তথ্য। এ যেন কেঁচো খুড়তে বেরিয়ে আসছে সাপ। রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে আরও ৪টি নতুন কোম্পানির হদিশ পেল ED। এই ৪ সংস্থার নাম মায়াপুর মার্চেন্ডাইস প্রাইভেট লিমিটেড, হার্মেস ভয়েজেস প্রাইভেট লিমিটেড, প্রিমিয়ার স্পোর্টস ট্যুরিজম প্রাইভেট লিমিটেড ও আনন্দ ট্রেড কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড।

সূত্রের খবর, মায়াপুর মার্চেন্ডাইস প্রাইভেট লিমিটেড, হার্মেস ভয়েজেস প্রাইভেট লিমিটেড, প্রিমিয়ার স্পোর্টস ট্যুরিজম প্রাইভেট লিমিটেড ও আনন্দ ট্রেড কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড। ৩টির মধ্যে কোম্পানির ঠিকানা এক, কলকাতার স্ট্র্যান্ড রোড, আর চতুর্থ কোম্পানির ঠিকানা হাওড়ার ব্যাঁটরা।

ED-র দাবি, এই ৪টি কোম্পানিরই ডিরেক্টর পদে নাম রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও তাঁর স্ত্রী সুকন্যা দাসের। কী কারণে মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক চার-চারটি কোম্পানি খুলে ফেললেন, এই কোম্পানিগুলির কাজ কী ছিল, কাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং টাকা লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখছে ED। এই কোম্পানিগুলির মাধ্যমেও কী রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে? জানতে এবার কেন্দ্রীয় এজেন্সির নজরে নতুন ৪টি কোম্পানি।

উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতির মামলায় ১৪ অক্টোবর গ্রেফতার হন ব্য়বসায়ী বাকিবুর রহমান। আর ২৭ অক্টোবর ইডি গ্রেফতার করে প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে। 

Leave A Reply

Your email address will not be published.