Durga Puja 2024 Full Timing : সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে। বিশ্বকর্মা পুজোও শেষ। এবার মায়ের আসার পালা। আর কিছুদিন পরই দুর্গাপুজো। ১০ দিন পরেই অর্থাৎ ২ অক্টোবর পড়েছে মহালয়া। আর তারপরই পুজো শুরু। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুরো নির্ঘণ্ট দেখে নিন এক নজরে। এবার দেবীদুর্গার আগমন কীভাবে হবে? গমন কীভাবে হবে? সেটার ফল কী হবে?
দেবীদুর্গার আগমন এবং গমন কীভাবে হবে? দেবীর দোলায় আগমন। ফল – দোলায়াং মড়কং ভবেৎ। অর্থাৎ বিভিন্ন রকম গন্ডগোল, ঝামেলা, হাঙ্গামা হতে পারে। ঘটতে পারে বিশৃঙ্খলা। দেবীর ঘোটকে গমন। ফল – ছত্রভঙ্গস্তুরঙ্গমে। অর্থাৎ মড়ক, মহামারীর মতো কারণে ক্ষতি হতে পারে।
২০২৪ সালে দুর্গাপুজো শুরু হচ্ছে ৯ অক্টোবর, বুধবার থেকে। তার আগে মহালয়া পড়েছে ২ অক্টোবর, বুধবার। সেদিন আবার পালিত হবে গান্ধী জয়ন্তীও।
৯ অক্টোবর, বুধবার পড়েছে মহাষষ্ঠী, ১০ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে মহাসপ্তমী। দুর্গাষ্টমী পড়েছে ১১ অক্টোবর, শুক্রবার।
এবছর সন্ধিপুজো পড়েছে সকালের দিকে। তিথি অনুযায়ী, সকাল ১১টা ৪২ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধিপুজো। মহানবমী পড়েছে ১২ অক্টোবর, শনিবার। দশমী পড়েছে ১৩ অক্টোবর, রবিবার।
দুর্গাপুজোর নির্ঘণ্ট :-
মহালয়া, ২ অক্টোবর (বুধবার)
ষষ্ঠী, ৯ অক্টোবর (বুধবার)
সপ্তমী, ১০ অক্টোবর (বৃহস্পতিবার)
অষ্টমী, ১১ অক্টোবর (শুক্রবার)
মহানবমী, ১২ অক্টোবর (শনিবার)
বিজয়া দশমী, ১৩ অক্টোবর (রবিবার)
প্রসঙ্গত, এ বছর মহাসপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দেবীর আগমন হবে দোলায় বা পালকিতে। শাস্ত্রে উল্লেখ রয়েছে, দোলায় বা পালকিতে চড়ে মর্ত্যে আগমন হলে মহামারী, ভূমিকম্প,যুদ্ধ, খরা ও অতিমৃত্যুর সম্ভবনা বেড়ে যায়।