বোধনে রইলো আর ২৯ দিন বাকি

0 48

নিউজ ডেস্ক, ২১ সেপ্টেম্বর :  বাঙালির সবচেয়ে বড় উত্‍সব দুর্গাপুজোর বাকি আর মাত্র ২৯ দিন। শারদোৎসবে মেতে উঠবে বাঙালি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রস্তুতি চলছে জোরকদমে। সেজে উঠতে শুরু করেছে কলকাতাও। ষষ্ঠী থেকে দশমী, শারদীয়া দুর্গোত্‍সবের এই পাঁচটি দিনে মেতে ওঠেন ধনী দরিদ্র নির্বিশেষে সকল বাঙালি। ঘরের মেয়েকে স্বাগত জানাতে সেজে ওঠে ধনীর অট্টালিকা থেকে গরীবের কুঁড়েঘর। দেবী দুর্গা কৈলাশ থেকে ছেলেপুলেদের নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন ‘মা’। শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। 

দুর্গাপুজোর শুরু বলতেই মহালয়া। মহালয়া দিয়ে হয় শারদোৎসবের সূচনা। মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর সুর জানান দেয় মা আসছেন। মহালয়া থেকেই পিতৃপক্ষের অবসান ঘটে, শুভ সূচনা হয় দেবী পক্ষের। 

তবে তার আগে জেনে নিন এই বছর কবে থেকে পুজো শুরু, কবে পড়ছে মহালয়া, কবে পড়ছে মহাষষ্ঠী? দেখে নিন তালিকা।

পঞ্জিকা অনুযায়ী, দুর্গাপুজো ২০২৩-এর এবার মহালয়া পড়েছে আগামী ১৪ অক্টোবর, ২৬ শ্রাবণ।

মহাষষ্ঠী পড়ছে আগামী ২০ অক্টোবর, ২ কার্ত্তিক, শুক্রবার।

মহাসপ্তমী পড়ছে আগামী ২১ অক্টোবর, ৩ কার্ত্তিক, শনিবার।

মহাষ্টমী পড়ছে আগামী ২২ অক্টোবর, ৪ কার্ত্তিক, রবিবার।

মহানবমী পড়ছে আগামী ২৩ অক্টোবর, ৫ কার্ত্তিক, সোমবার।

বিজয়া দশমী পড়ছে আগামী ২৪ অক্টোবর, ৬ কার্ত্তিক, মঙ্গলবার।

পঞ্জিকা মতে এ বছর দশভুজার আগমন ও গমন দুই-ই ঘোটকে বা ঘোড়ায়। এবার কেবল অপেক্ষা ঢাকে কাঠি পড়ার।

Leave A Reply

Your email address will not be published.