লামডিং জিপির কৃষ্ণবস্তিতে জলের জন্য হাহাকার

0 24

‘হর ঘর জল’। সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু অসমের বিভিন্ন এলাকায় সরকারের এই স্লোগান অশ্বডিম্বে পরিণত। বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার লামডিং জিপির কৃষ্ণবস্তিতে।

গ্রাম থেকে অনেকটাই দূরে। একটি ছোট্ট কুয়ো। আর এই কুয়োটিই এখন স্থানীয় জনগণের জলের সংগ্রহের একমাত্র উৎস্য। এই দৃশ্য লামডিং গ্রাম পঞ্চায়েতের ৮নং কৃষ্ণবস্তির। সারা দিন কুয়োর পাশে দেখা মেলে গ্রামবাসীর দীর্ঘ লাইন। কারণ ওই এলাকায় নেই বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা। নেই কোনও সরকারি উদ্যোগ। অপরিচ্ছন্ন হলেও, দৈনন্দিন কাজকর্ম ও পানীয় জলের জন্য এই কুয়ো এলাকাবাসীর একমাত্র ভরসা। বিশুদ্ধ পানীয় জলের জন্য তাঁরা বার বার আবেদন জানিয়েছেন বিধায়ক শিবু মিশ্রের কাছে। কিন্তু আজও সাড়া মিলেনি। তাই বাধ্য হয়ে কুয়োর অপরিচ্ছন্ন জল পান করতে হয় গ্রামবাসীদের।

শুধু লামডিং জিপি কৃষ্ণবস্তি নয়। অসমের অধিকাংশ এলাকায়ই রয়েছে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা। সরকার ‘হর ঘর জলের’ স্লোগান দিলেও বাস্তব চিত্রটা কিন্তু অন্য কথা বলছে। অসমের বিভিন্ন জেলায় জল জীবন মিশনের অধীনে কোটি কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কিন্তু এই আজও বহু এলাকা রয়েছে, যেখানে প্রকল্প থাকলে জল নেই। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। লামডিং থেকে চন্দ্ৰজিৎ গোয়ালার রিপোর্ট, এনকেটিভি বাংলা।

Leave A Reply

Your email address will not be published.