কর্মীকে উদ্ধার করতে আবার নতুন করে শুরু হয়েছে ড্রিলিং

0 22

নিউজ ডেস্ক, ২৬ নভেম্বর: উত্তরকাশীতে টানেলে থেকে ৪১ জন কর্মীকে উদ্ধার করতে আবার নতুন করে শুরু হয়েছে ড্রিলিং।দিনে ১৫ মিটার করে ড্রিলিং করা হবে
ইতিমধ্যেই ১৫ মিটার ড্রিলিং হয়ে গিয়েছে। উলম্ব ভাবে ৮৬ মিটার পর্যন্ত ড্রিলিং করতে হবে। আগামী ১০০ ঘণ্টার মধ্যে টার্গেটে পৌঁছনো যাবে বলে মনে ক রছেন তাঁরা। ১০০ ঘণ্টা মানে আরও ৫ দিন

এই পদ্ধতি সাধারণতো কয়লাখনি এলাকায় ব্যবহার করা হয় কয়লা উত্তোলনের জন্য তাতে তিন থেকে চার ফুট গভীর টানেল থাকে। এভাবে ছোট ছোট টানেল তৈরি করা হয়। ঘটনাস্থলে নোডাল অফিসার জানিয়েছেন আগার মেশিনের ভাঙা অংশটি উদ্ধার করতে এখনও ১৫ মিটার পর্যন্ত খনন করতে হবে।

ইতিমধ্যেই পরিস্থিতি খোঁজ খবর নিয়েছেন সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। তিনি এর আগে ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়েও দেখেছেন। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি খোঁজ খবর নিয়েছে পরিস্থিতি নিয়ে। আজ সকালে টানেলে আটকে থাকা শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। ইতিমধ্যেই হায়দরাবাদ থেকে প্লাজমা মেশিন নিয়ে আসা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.