ব্রিগেড সমাবেশের বক্তা তালিকায় নেই মীনাক্ষী? বাড়ছে জল্পনা

12

ডিজিটাল ডেস্ক, ২০ এপ্রিল: ব্রিগেড সমাবেশে আদৌ বক্তব্য রাখবেন কি না যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়—সে নিয়ে জোর জল্পনা চলছে। শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স বজায় রেখেছে বাম শিবির। দলের একাংশের মত, যেহেতু এটি গণসংগঠনের ডাকা সমাবেশ, সেখানে মীনাক্ষীর বক্তৃতার তেমন প্রয়োজন নেই। তবে অন্যদিকে, পার্টির এক বড় অংশ মনে করছে—তরুণ এবং বলিষ্ঠ বক্তা হিসেবে মীনাক্ষীকে মঞ্চে না রাখলে যুবসমর্থকদের আকৃষ্ট করা কঠিন হবে। ফলে শেষ পর্যন্ত তাঁর নাম বক্তা তালিকায় থাকবে কি না, তা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা বাম যুবসমর্থকদের মধ্যে কিছুটা হতাশাও সৃষ্টি করছে।

এবারের ব্রিগেড সমাবেশের আয়োজন করেছে বামপন্থী শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনগুলো। তাই বক্তা তালিকায় রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার এবং সুখরঞ্জন দে-সহ শ্রমিক, কৃষক ও খেতমজুর আন্দোলনের শীর্ষ নেতারা। তবে সদ্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া সত্ত্বেও যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে বক্তা তালিকায় রাখা হয়নি। এই সিদ্ধান্তে স্বভাবতই হতাশ বামেদের তরুণ সমর্থক ও কর্মীদের এক বড় অংশ।

বরং মীনাক্ষী মুখোপাধ্যায় থাকলে কিছুটা হলেও ভিড় টানা যেত—এমনটাই মত অনেকের। শুরুতে দলের তরফে যে বক্তাদের তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে নতুন প্রজন্মের মুখ মীনাক্ষীর নাম ছিল না। পরে অবশ্য সেই তালিকায় তাঁর নাম যোগ করা হয়। কিন্তু শেষপর্যন্ত আবার তা বাদ দেওয়া হয়। এই উঠানামা নিয়েই এখন দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।

কেউ কেউ মনে করছেন, পরিস্থিতি যদি শেষমেশ প্রতিকূল হয়ে পড়ে, তাহলে মীনাক্ষী মুখোপাধ্যায়কে দিয়ে বক্তৃতা করানোও হতে পারে।

Comments are closed.