Dooars : তিন মাস পর ১৬ সেপ্টেম্বর খুলছে ডুয়ার্সের জঙ্গল। বুকিংও শুরু করেছেন পর্যটকরা। ডুয়ার্সে পর্যটকদের মূল আকর্ষণ জঙ্গল সাফারি। এই মুহূর্তে ডুয়ার্সের রামসাই এবং লাটাগুড়িতে চূড়ান্ত ব্যস্ততা। চলছে মোষের গাড়ি ও জিপসি মেরামতির কাজ। জঙ্গল সাফারিতে জিপসির সঙ্গে মোষের গাড়িরও বিশেষ চাহিদা রয়েছে অরণ্যপ্রেমী পর্যটকদের কাছে।
বন্যপ্রাণীদের প্রজননের জন্য প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে জঙ্গল। দেশের অন্য জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চলের সঙ্গে ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে ডুয়ার্সের গরুমারা জঙ্গল। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত নিরিবিলি পরিবেশের টানে ডুয়ার্সে আসেন পর্যটকরা। এখানে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ জঙ্গল সাফারি। রামসাইয়ের কালিপুর ইকো
লাটাগুড়ির জঙ্গলে সাফারি চলে জিপসিতে। পর্যটনের মরসুম শুরুর আগে রক্ষণাবেক্ষণের শেষ মুহূর্তের কাজ চলছে জিপসির। করা হচ্ছে নতুন রং। ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের নিয়ে জঙ্গলে রওনা হবে এই সব জিপসি।
মোষের গাড়ির চালকরা বলছেন, আগের তুলনায় পর্যটক কমেছে। তবে সামনে পুজো ও শীতের মরসুম আসতে চলায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছেন ডুয়ার্সে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই। জঙ্গল খোলার আগে পর্যটকদের নিয়ে জঙ্গল সাফারির প্রস্তুতি চূড়ান্ত।