বাংলায় বাড়ছে ডেঙ্গির হাতছানি

0 15

নিউজ ডেস্ক, ২৬ সেপ্টেম্বর : বাংলায় বাড়ছে ডেঙ্গির হাতছানি। ডেঙ্গি দাপটে কাপছে বাংলা। শহর থেকে গ্রাম ডেঙ্গির থাবাতে আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে । তাই রাজ্যজুড়ে ডেঙ্গি প্রতিরোধে একজোটে কোমর বেধে নেমেছে জেলার প্রশাসনিক কর্তারা। বৈঠক করছেন জেলাস্তরের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

ডেঙ্গি নিয়ে রাজ্য জুড়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে সিঁদূরে মেঘ দেখছে হাওড়া পুরসভা । শুধু গ্রামীন এলাকায় নয় হাওড়া শহর এলাকাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার হাওড়া পুরসভায় ডেঙ্গি নিয়ে এক বিশেষ বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই জেলার প্রায় ৪০০ ক্লাব নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ডেঙ্গি নিয়ে এক বিশেষ বৈঠকের ডাক দিয়েছে হাওড়া পুরসভা। ডেঙ্গি রুখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। একাধিক সচেতনামূলক কর্মসূচির পাশাপাশি ২ টি হেল্পলাইন নম্বর চালু করা হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, আসানসোল পুরসভার ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, জেলা শাসক এস পন‍্যাভালাম, জেলা স্বাস্থ‍্য অধিকর্তা মহ: ইউনুস, মেয়র বিধান উপাধ‍্যায়, চেয়ারম‍্যান অমরনাথ চ‍্যাটার্জি, এমআইসি গুরুদাস চ‍্যাটার্জি, পুরনিগমের স্বাস্থ‍্য বিভাগের কর্মী সহ একাধিক নেতা কর্মীরা। পুজোর আগে জেলা স্বাস্থ‍্য দফতরের অন‍্যতম মাথা ব‍্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি। পুরনিগমের ঘনবসতি যুক্ত ১৫ টি ওয়ার্ডে বিশেষ ভাবে চিহ্নিত করার পাশাপাশি আগামী ১৫ দিন ডেঙ্গি প্রতিরোধে বিশেষ অভিযান চালানোর কথা বলা হয় এদিনের বৈঠকে।

Leave A Reply

Your email address will not be published.