‘জুতো পেটা করব’ঠোঁট কাঁটা দিলীপের হুঁশিয়ারী পুলিশকে

0 29

ফের বেলাগাম দিলীপ ঘোষ। বর্ধমান থানার আইসিকে নজিরবিহীন আক্রমণ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। সভা, মিছিলের অনুমতি বাতিল করায় আইসিকে জুতোপেটা করা হুঁশিয়ারি দিলীপের। পাল্টা দিলীপকে তোপ শশী পাঁজার। তৃণমূল নেতা কর্মীদের ঘরছাড়া করার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। ওন্দার বিধায়ককে দিবাস্বপ্ন না দেখার পরামর্শ তৃণমূল নেতার।

বুধবার বর্ধমানের বীরহাটায় দিলীপ ঘোষের রোড শোতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি হয় পুলিশের। দিলীপ ঘোষ অভিযোগ করেন শেষ মুহূর্তে রোড শোর অনুমতি বাতিল করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বড়নিমপুর বটতালায় চা চক্রে যোগ দেন দিলীপ। প্রার্থীর কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন বিজেপি নেতা কর্মীরা। সেখানেই দলের জেলা সভাপতি ও অন্যদের কড়া হতে বলেন দিলীপ, পাশাপাশি তোপ দাগেন পুলিশকে।


দিলীপ ঘোষের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। হুঁশিয়ারি শুধু দিলীপ ঘোষেরই নয়, শোনা গেল ওন্দার বিজেপি বিধায়কের মুখেও। নির্বাচনের পর তৃণমূল জেলা যুব সভাপতি এবং ব্লক সভাপতিকে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি অমরনাথ শাখার। পাল্টা সুর চড়িয়েছেন বিষ্ণপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত। অমরনাথকে তাঁর পরামর্শ দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। ভোটের বাংলায় চড়ছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পারদ।

Leave A Reply

Your email address will not be published.