Dev and Suvendu Adhikari Controversy: এনামূল হকের থেকে কেন টাকা নিয়েছিলেন দেব? খোলসা করলেন নিজেই

0 19

জবাব দিয়েছিলেন আগেই, এবার জানালেন কেন নিয়েছিলেন টাকা।  দেব জানান সিনেমায় ওই টাকাটা লগ্নি করেছিলেন এনামূল। সিনেমা রিলিজের পরেই সেই টাকা ফিরিয়ে দেয় তাঁর সংস্থা, ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচারস প্রাইভেট লিমিটেড।’

নিজের এক্স মাধ্যমে শুভেন্দু এবং হিরণের পোস্টের পালটা আরও একটি পোস্ট করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। যেখানে দেখা যাচ্ছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচারস প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্ট থেকে আর‍্যণক ট্রেডার্সের সেই লেজার অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা জমা করা হয়েছে। ২০১৭ সালের নভেম্বর মাসের ৩ এবং ১৩ তারিখ দুটি ভাগে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা জমা করা হয়েছে।’

দেব এই ছবির সঙ্গে ক্যাপশনে দেব লেখেন, ‘সিনেমা জন্য লগ্নি করেছিলেন। সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল…এই যে ডক্টর বাবু, আমার Ledger।’ দেব হিরণ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর যে পোস্ট শেয়ার করে দেব কে আক্রমণ করেছিলেন সেই পোস্টটিকেও উল্লেখ করেছেন দেব।   

প্রসঙ্গত, সকাল থেকেই শুভেন্দু দেবের টুইট যুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি।বৃহস্পতিবার সকালে তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন শুভেন্দু। যার ক্যাপশনে লেখা ছিল ‘দেবের কীর্তি’। যেখানে দেখা যায় ‘আরণ্যক ট্রেডার্স’ নামে একটি সংস্থার লেজ়ার অ্যাকাউন্ট। তার উপরে রয়েছে অন্য একটি সংস্থার নাম। তার শুধুমাত্র ‘ভেনচার্স প্রাইভেট লিমিটেড’ অংশটি শুভেন্দুর পোস্টে দৃশ্যমান। পুরো নাম স্পষ্ট নয়। ওই লেজ়ার অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, ‘আরণ্যক ট্রেডার্স’ থেকে ‘ভেনচার্স প্রাইভেট লিমিটেড’ লেখা সংস্থার আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২০১৬ সালের ২৪ এবং ২৫ নভেম্বর ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জমা পড়েছে।

আবার তার সঙ্গে পোস্টটিতে আরও একটি ছবি ছিল তাতে দেখা যাচ্ছে একটি ডায়েরির পাতায় হাতে লেখা ‘দেব মোবাইল: ৭২ হাজার টাকা’ এবং ‘দেব ঘড়ি: ৪ লক্ষ ৬০ হাজার টাকা’। তার উপরে লেখা ‘অনুপম দা: ১৯০০০ টাকা’।  

পাশেই একটি পাতায় ছাপানো অক্ষরে ইংরেজিতে লেখা ‘দেব মোবাইল অ্যান্ড দেব ওয়াচ’। ডায়েরির পাতায় লেখা টাকার অঙ্ক রয়েছে ছাপা অক্ষরে। উল্লেখ্য এখানে ‘দেব মোবাইল’ লেখাটির সঙ্গে আরও কিভহু লেখা ছিল হাতে এবং ছাপার অক্ষরে দু’জায়গায়। কিন্তু ছবিতে সেই অংশটিকে সাদা রং দিয়ে এডিট করে ঢেকে দেওয়া হয়েছে।

শুভেন্দু দাবি তাঁর পোস্ট করা ডায়েরির পাতাটি আসলে এনামুল হকের ডায়েরি। এনামুল গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত। এবং এই টাকা গরু পাচারের টাকা। দেব সেই টাকাই নিয়েছেন।

এই নিয়ে মাঠে নেমেছেন দেবের বিরোধী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর দাবি ‘আরণ্যক ট্রেডার্স’ এনামুলেরই সংস্থা। এনামুলের সংস্থা থেকেই দেবের সংস্থার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল।

এর পরেই নিজের এক্স মাধ্যমে এই অভিযোগের জবাব দিয়েছেন দেব। শুভেন্দুর পোস্টটি উল্লেখ করে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্টার পোস্ট করেন তিনি। তার উপরে লেখা, ‘পিন্টু মন্ডল নিবেদিত গীত-সঙ্গীত পরিবার’। পোস্টারটিতে দেখা যাচ্ছে বলিউডের অভিনেতা গোবিন্দ, রবীনা ট্যান্ডন, বাংলাদেশের অভিনেতা ফিরদৌস, বলি গায়ক হিমেশ রেশমিয়া,  টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ আরও অনেক তারকার ছবি রয়েছে। যার সঙ্গে হিরণেরও ছবি দেখা যাচ্ছে ওই পোস্টারে। সেটি পোস্ট করে দেব লেখেন, ‘ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে।ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও….’

এরপরেই আরও একটি পোস্ট করেন দেব। সেখানে তিনি নিজের আগের পোস্টটি উল্লেখ করে লেখেন, ‘তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।’ নিয়ে তিনটি চুম্বনের ইমোজি দেন।

Leave A Reply

Your email address will not be published.