নিউজ ডেস্ক, ২০ ডিসেম্বর :সংসদে তাণ্ডবের ঘটনা নাড়া ফেলে দিয়েছে দেশজুড়ে। সেদিনের ঘটনায় যুক্ত প্রায় সকলেই এখন পুলিশ হেফাজতে। মূলচক্রী বলে অভিযুক্ত ললিত ঝার সঙ্গে যোগ মিলেছে বাংলার। দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা এখন কলকাতার অলিতে গলিতে। ললিতের আস্তানাগুলোর সন্ধানে।
তার বিভিন্ন আস্তানার খোঁজে এখন কলকাতার অলিগলিতে ঘুরছে দিল্লি পুলিশ । সোমবারই তদন্তকারীরা গিয়েছিলেন রবীন্দ্র সরণীতে।মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের একটি দল হাজির হল ইকো পার্ক থানায়। থানার পুলিশকে সঙ্গে নিয়ে ললিতের ভাড়া বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। বাগুইআটিতে এই ঘরেই বাবা-মা-ভাইকে সঙ্গে নিয়ে ভাড়া নিয়ে থাকত ললিত। সংসদের ঘটনার দিন তিনেক আগেও এখানেই ছিল ললিত।
১০ ডিসেম্বর দুপুরে সে বাড়ির অন্যদের পাঠিয়ে দিয়েছিল দেশের বাড়িতে। আর সন্ধ্যায় এখান থেকেই দিল্লি গিয়েছিল ললিত। তার পর থেকেই তালা ঝুলছে সেই ঘরে। দিল্লি পুলিশও সেখানে গিয়ে দেখেন তালাবন্ধ ঘর। তাঁরা ডেকে নেন বাড়ির মালিককেও।
বাড়ির মালিক ও তাঁর পরিবারের অন্যদের সঙ্গেও কথা বলে দিল্লি পুলিশ। তার পর বাড়িভাড়া সংক্রান্ত কিছুপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। যান ললিতের দাদা শম্ভু ঝা-র বাড়িতেও।
সেখান থেকে দিল্লি পুলিশের টিম পৌঁছে যায় টেলিফোন ভবনে।
দিল্লি পুলিশ যায় একাধিক ব্যাঙ্কে। ললিতের অ্যাকাউন্টগুলির তথ্যসাবুদ সংগ্রহ করেন তদন্তকারীরা। এর পর গিরীশ পার্ক থানায় পৌঁছে যায় দিল্লি পুলিশ।
Prev Post
Next Post