প্রবল বৃষ্টি ও ভূমিধসে মৃত্যু মিছিল কেরলের ওয়েনাড়ে। এখনও পর্যন্ত ১৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত প্রায় ১২৮ জন। ওয়েনাড়ের মেপ্পাডিতে এখনও শতাধিক মানুষ ধসে আটকে থাকার আশঙ্কা। বন্ধ একাধিক রাস্তা। উদ্ধারকাজে নেমেছে সেনা ও বায়ুসেনা। ভারী বৃষ্টির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ওয়েনাড়ের ঘটনা নিয়ে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সংসদে বিষয়টি তুলে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।
রাতের অন্ধকারে অতর্কিতে নেমে এসেছে মৃত্যু। একটানা প্রবল বৃষ্টির জেরে সোমবার রাতে কেরলের ওয়ানড়ের একাধিক জায়গায় ভয়ঙ্কর ভূমিধস নামে। এই ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মাটির নিচে বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ভারী বৃষ্টির জন্য বার বার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এই বিপর্যয়ের আবহেই মৌসম ভবন জানিয়ে দিল, বৃষ্টি এখনই থামছে না কেরলে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে। ভারী বৃষ্টি, দুর্যোগ মাথায় নিয়েই পুলিশ, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারে নেমেছে সেনাবাহিনী।
ভারী বৃষ্টি ও ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালা এবং নালাপ্পুঝা। অবিরাম বৃষ্টি হয়ে চলায় কেরলের ৮ জেলায় হাই অ্যালার্ট জারি হয়েছে। ৩০ ও ৩১ জুলাই রাজ্য শোক দিবস হিসাবে ঘোষণা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন। কেন্দ্রের তরফে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চলতি পরিস্থিতিতে কেরলকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কর্নাটক ও তামিলনাড়ু।
কেরলের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজ নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েঠে।
রাজ্যের তরফে দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। এগুলি হল 9656938689 এবং 8086010833।
ওয়েনাড়ের ঘটনায় সকালেই এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে সংসদে বিষয়টি উত্থাপন করে উদ্ধার কাজে কেন্দ্রীয় সাহায্যের আর্জি জানান তিনি।
গত কয়েক দিন ধরে ক্রমাগত ভারী বৃষ্টি হচ্ছে কেরলে। শেষ ২৪ ঘণ্টায় ৩৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কেরলে। দেশে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হয়ে চলেছে। এ ধরনের বিপর্যয় রুখতে কেন্দ্রীয় সরকার কী করছে সে বিষয়ে প্রশ্ন তুলেছে সমাজবাদী পার্টি।