নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, মৃত ৬

0 19

নিউজ ডেস্ক, ৯ অক্টোবর : উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ পর্যটক। আহত আরও ২৭ জন। 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টা নাগাদ। নৈনিতালের কলাধুঙ্গি এলাকায়। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই পর্যটক। হরিয়ানার বাসিন্দা। নৈনিতালে বেড়াতে এসেছিল সকলে। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটেছে। 

রবিবার হরিয়ানার হিসার থেকে নৈনিতালের উদ্দেশে যাচ্ছিল বাসটি। বাসে ছিলেন ৩০ থেকে ৩৩ জন যাত্রী। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, নৈনিতাল জেলার কালাধুঙ্গি রোডে নালনি এলাকার কাছে একটি খাদে পড়ে যায় বাসটি। উত্তরাখণ্ডের রুদ্রপুর, নৈনিতাল থেকে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বেশ কয়েকটি দল। রবিবার গভীর রাত থেকে শুরু হয় উদ্ধারকাজ। সোমবার সকালেও সেখানে উদ্ধারকাজের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে রয়েছেন এনডিআরএফ-এর সদস্যেরাও।

বাসটি পাহাড়ি রাস্তায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও বিপর্যস্ত মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কীভাবে বাসের চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখছে পুলিশ। 

Leave A Reply

Your email address will not be published.