ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে বাংলায়

0 39

ফের বাংলায় দুর্যোগের আশঙ্কা। রবিবার থেকে হবে আবহাওয়ার বদল। মাসের শেষে আছরে পড়বে বাংলায়। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল (Cyclone Remal)। প্রবল গতিতে ধেয়ে আসছে সাইক্লোন রেমাল।

আবহবিদদের ধারণা, মে মাসের শেষের দিকে অর্থাৎ ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এই ঘূর্ণিঝড়ের অভিঘাত কোথায় হবে, কতটা হবে, তা এখনও বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, তা ঘিরে এখনও স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। এই সাইক্লোন আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে।

উল্লেখ্য, গত কয়েক বছরে মে মাসেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে ঝড়ের তাণ্ডব দেখা গেছে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক ছিল। ঘূর্ণিঝড় আয়লা, ফণী, আমফান, ইয়াসের মতো ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে বাংলা ও বাংলাদেশ। এখন এই ঘূর্ণিঝড় ‘রেমাল’ কতটা শক্তিশালী হবে, তার দিকেই নজর রয়েছে আবহাওয়াবিদদের।

Leave A Reply

Your email address will not be published.