Cyclone Dana : অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঘন্টায় বারো কিমি বেগে। ২৩ অক্টোবর রাতে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে দানা। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে দানা। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এর অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিমি দক্ষিণ-পূর্বে, ধামরা থেকে ২৪০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং সাগর থেকে ৩১০ কিমি দক্ষিণে। আজ মধ্যরাত থেকে কাল ভোরের মধ্যে ল্যান্ডফল। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের জেরে উপকূলীয় এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে ওড়িশায়। ওড়িশাতেও চলছে ঝড়বৃষ্টি, উত্তাল সমুদ্র।
ঘূর্ণিঝড় ‘দানা’র মোকাবিলায় তৈরি প্রশাসন। বিভিন্ন জেলা থেকে শহরে হেল্পলাইন নম্বর জারি :-
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হবে কলকাতায়। কলকাতা পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩ ২২৮৬১২১২, ২২৮৬১৩১৩ এবং ২২৮৬১৪১৪। ২৪ ঘণ্টাই খোলা রাখা হবে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম খোলা হয়েছে হাওড়া পুরসভাতেও। হাওড়া পুরসভার কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৩২৮৭০।
কলকাতা পুলিশের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন। কলকাতা পুলিশের চারটি নম্বর হল ৯৪৩২৬১০৪৫৫, ৯৪৩২৬১০৪৪৫, ৯৪৩২৬১০৪৩০ এবং ৬২৯২২৬৩৪৪০। ঘূর্ণিঝড়ের জেরে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার আশঙ্কা থাকে। বিপদ এড়াতে হেল্পলাইন চালু করেছে WBSEDCL-ও।
WBSEDCL বা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার ট্রোল ফ্রি নম্বর ১৯২২১-এ জানানো যাবে সমস্যা। হোয়াটসঅ্যাপ মারফতও জানানো যাবে সমস্যা। ৮৪৩৩৭১৯১২১ নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে। পাশাপাশি বিপদে পড়লে ফোন করা যাবে ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪।
হেল্পলাইন চালু করেছে সিইএসসি। ৩৫০১১৯১২, ৪৪০৩১৯১২ নম্বর দেওয়া হয়েছে যোগাযোগের জন্যে। হোয়াটসঅ্যাপ করা যাবে ৭৪৩৯০০১৯১২ নম্বরে। সিইএসসির বিশেষ হেল্পলাইন নম্বর ৯৮৩১০৭৯৬৬৬ ও ৯৮৩১০৮৩৭০০।
৬৮টি লোকাল ট্রেন বাতিল হয়েছে হাওড়াতেও। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে চালু করা হয়েছে হেল্পলাইন। শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন ২৩৫১ ৬৯৬৭। হাওড়া স্টেশনের হেল্পলাইন ২৬৪১৩৬৬০, ২৬৪০২২৪১, ২৬৪০২২৪২, ২৬৪১২৩২৩।