AI বুদ্ধদেবের ভোট বার্তা, অভিনব কায়দায় নির্বাচনী তরী পাড়ের চেষ্টা বামেদের

0 33

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রহনযোগ্যতাকে কাজে লাগিয়ে ভোট বৈতরনী পাড়ের চেষ্টা বামেদের। অভিনব কায়দায় প্রচার নজর কেড়েছে ইতিমধ্যেই। শারিরীক কারণেই রাজনীতি থেকে অনেকটা দূরে রয়েছেন তিনি। গৃহবন্দি। তবু ব্রিগেডের আগে অডিও বার্তা দিয়েছিলেন বামেদের নতুন প্রজন্মকে। লোকসভা ভোটেও তাঁর ব্যাতিক্রম হল না। পশ্চিমবঙ্গের জনগণকে বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিরাচরিত প্রথায় নয়, বরং একটু অন্য উপায়ে।

https://www.facebook.com/watch/?v=3799551233656921


শনিবার সন্ধেবেলা সিপিআইএম তাঁদের সমাজমাধ্যমে(ফেসবুকে) ২ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। তাতেই দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের(এআই) সাহায্যে বুদ্ধদেব ভট্টাচার্যের একটি অবয়ব তৈরী করা হয়েছে। এবং খানিকটা বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলার ধরনেই কথা বলছেন সেই কৃত্রিম বুদ্ধদেব। ভিডিয়োর প্রথমেই বলতে শোনা যায়, ‘নমস্কার, কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভাল থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর’। এর পরেই রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন বুদ্ধবাবু। আক্রমণের তীর বিজেপি-তৃণমূল দুই দলের দিকেই। সন্দেশখালি, বেকারত্ব, মহিলা সম্মান থেকে রাজ্যের শিল্পের অভাব নানা বিষয়ে শাসক দলকে বিঁধতে দেখা গিয়েছে এআই বুদ্ধকে। নোটবন্দি, কর্পোরেট তোষণ, ইলেক্টোরাল বন্ড দুর্নীতি, মূল্যবৃদ্ধি থেকে সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে আক্রমণ বিজেপিকেও। নাম করে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকেও। তৃণমূল-বিজেপিকে একই আসনে বসিয়ে বামেদের ভোট দেওয়ার ডাক দিয়েছেন কৃত্রিম বুদ্ধদেব।
সিপিএম আইটি সেলের সূত্রে খবর প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুরনো বক্তৃতা শুনিয়ে এআইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথমে অডিয়ো, তার পর ভিডিয়ো। প্রশিক্ষণ পর্ব চলেছে গত ১০ দিন ধরে। বাইরের সংস্থা নয় সিপিএমের ১২ জন তরুণ সদস্যের টিম তৈরী করেছেন এই ভিডিয়ো বার্তা।

Leave A Reply

Your email address will not be published.