Brigade 2025: রবিতে বামেদের ব্রিগেড

21

কলকাতা, ১৯ এপ্রিল: আগামী ২০ এপ্রিল, রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ। চিরাচরিত CPIM নয় বরং এবারের ব্রিগেডের [Brigade Meeting] আয়োজক যৌথভাবে দলের শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠন সহ আরও অন্যান্য সংগঠন। সাদা পাঞ্জাবির কর্কশ কন্ঠে বক্তৃতা আর লাল ঝান্ডা আকাশে ওড়ার আগে শেষ মূহুর্তের সাজে সেজে উঠছে ব্রিগেড।

বৈশাখের প্রবল গরমে ব্রিগেডের মাঠ কতটা ভরবে তা নিয়ে সিপিআইএমের [CPIM] অন্দরেই আশঙ্কা রয়েছে। তাই যুব সমাজকে আকৃষ্ট করতে তরুণ মুখকেই বক্তার তালিকায় প্রাধান্য দিচ্ছে বাম। বক্তাদের তালিকায় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম [MD Salim] ছাড়াও দলের তরুণ মুখ যুবনেত্রী ও সদ্য পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে [Minakshi Mukherjee] রাখতে চলেছে বঙ্গ সিপিএম। কারণ তাঁকে বক্তা তালিকায় না রাখলে পক্ককেশ নেতাদের ভাষণ শুনতে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে ব্রিগেডে ভিড় হবে না, তা বিলক্ষণ জানেন আলিমুদ্দিনের কর্তারা। এবারের ব্রিগেডে থাকছেন বিমান বসু [Biman Basu]। এছাড়াও থাকছেন অনাদি সাহু, নিরাপদ সর্দার। এখন প্রশ্ন হল বন্যা টুডু কি ঝড় তুলবেন এবারের ব্রিগেডে?

এবারের ব্রিগেডের আয়োজক দলের শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠন, সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, সিআইটিইউ [CITU] এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি সহ আরও যৌথ সংগঠনগুলি। বামেদের ২৬-এর মূল লক্ষ্য কী তাহলে সাধারণ মানুষের সমস্যা? জবাব মিলবে ব্রিগেডে।

বিগত কয়েক দশক ধরে সিপিআইএমের ব্রিগেডে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গিয়েছে। বাংলা থেকে পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও নজরকাড়া ভিড় হয়েছে ব্রিগেডের মাঠে। পাশাপাশি, জমি আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন তথা শ্রমিক আন্দোলনকে ভিত্তি করেই এরাজ্যে ক্ষমতায় এসেছিল সিপিআইএম। পার্টির এই দুর্দিনে আবারও সেই পুরনো উৎসেই ফিরতে চাইছে বাম নেতৃত্ব। মন পেতে চাইছে মুখ ফিরিয়ে নেওয়া সেই কৃষক, শ্রমিক এবং খেতমজুরদের।

ব্রিগেডের পরে কি ছন্দে ফিরবে লাল সংগঠন? উদ্দেশ্য সাধনের পথে এগোবে না কি ২০১১-র পুনরাবৃত্তি হবে ২৬-এ?

Comments are closed.