CONGRESS PROTEST : কংগ্রেসের প্রতিবাদে উত্তাল গুয়াহাটি, ইডি কার্যালয় ঘেরাও প্রদেশ কংগ্রেসের

10

CONGRESS PROTEST : সংশোধিত ওয়াকফ আইন নয়, নয় পঞ্চায়েত নির্বাচনের কোনও ছবিও। সরকার বিরোধী এই প্রতিবাদী মিছিল পুরোপুরি অন্য এক কারণে।

রাজপথে নেমে প্রতিবাদ কংগ্রেসের। কংগ্রেসের প্রতিবাদে উত্তাল গুয়াহাটি। ইডি কার্যালয় ঘেরাও প্রদেশ কংগ্রেসের। বুধবারের এই প্রতিবাদে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, কার্যকরী সভাপতি জাকির হুসেন শিকদার, রিপুন বরা, নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, শীর্ষস্থানীয় নেত্রী মীরা বরঠাকুর সহ দলের অসংখ্য কর্মী-সমর্থক।

‘বিজেপি সরকার হুশিয়ার’, ‘নরেন্দ্র মোদী গো ব্যাক’। স্লোগানে উত্তাল হয়ে উঠে গুয়াহাটির রাজপথ। কংগ্রেসের এই প্রতিবাদ বিশাল রূপ নেবে এটা আগে থেকেই জানা ছিল বলে অসংখ্য পুলিশ, আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় প্রদেশ কংগ্রেস নেতাদের।

দেশ জুড়ে প্রতিবাদ কংগ্রেসের। ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের একবার কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। এটা মোদী সরকারের চক্রান্ত বলে রাস্তায় নেমে এই প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের। রাজধানী দিল্লি সহ দেশের সবকটা রাজ্যেই বুধবার প্রতিবাদী কার্যসূচি হাতে নেয় কংগ্রেস।

Comments are closed.