হঠাৎ অসুস্থ রাহুল গান্ধী। থাকতে পারবেন না ‘ইন্ডিয়া’ জোটের সভায়। জানালেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রবিবার নিজের এক্স মাধ্যমে রাহুল গান্ধীর অসুস্থতার কথা জানিয়েছেন রমেশ।
এই দিন জয়রাম রমেশ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘শ্রী রাহুল গান্ধী আজ সাতনা এবং রাঁচিতে যেখান ‘ইন্ডিয়া’ জোটের প্রচারের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই এখন দিল্লি থেকে বাইরে যেতে পারছেন না। তবে কংগ্রেস সভাপতি শ্রী মল্লিকার্জুন খড়্গে নিশ্চয়ই সভায় উপস্থিত থাকবেন। সাতনায় জনসমাবেশের পরে রাঁচিতে ‘ইন্ডিয়া’ জোটের সভায় তিনি যোগ দেবেন।’
প্রসঙ্গত, রাঁচির জনসভায় রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গে ছাড়াও বিরোধী দলের একাধিক নেতা নেত্রীর উপস্থিত থাকার কথা এই দিন। তাঁর মধ্যে রয়েছেন সদ্য কারাগারে যাওয়া দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর স্ত্রীও। অর্থাৎ ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা কেজরীওয়াল। দুজনেই লোকসভা ভোটের আগে দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন। এ ছাড়াও সভায় থাকার কথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানের।
দ্বিতীয় দফা ভোটের আগে বিরোধী জোটের শক্তির বার্তা দিতেই এই সভার আয়োজন করা হয়। এই সভা থেকে একটি ঘোষণা পত্র প্রকাশ করতে পারে ‘ইন্ডিয়া’ জোট। তবে রবিবাসরীয় প্রচারে যেখানে দ্বিতীয় দফা ভোটের আগে ঝড় তুলতে ব্যস্ত শাসক দল সহ সব বিরোধী দলগুলিই সেখানে এইরকম গুরুত্বপূর্ণ সভায় রাহুল গান্ধীর অনুপস্থিতি জোটে কোনও নেতিবাচক প্রভাব ফেলে কিনা সেটাই দেখার।