Rahul Gandhi: নিট নিয়ে আলোচনা শুরু হতেই বন্ধ রাহুল গান্ধীর মাইক! সংসদে ফের ‘কন্ঠরোধ’ বিরোধীদের

0 29

লোকসভা শুরু হতে না হতেই বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা? অন্তত তেমনটাই অভিযোগ কংগ্রেসের। ফের সংসদে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। কংগ্রেসের তরফে শুক্রবার লোকসভার একটি ভিডিয়ো ক্লিপ প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভার স্পিকার ওম বিড়লাকে বার বার অনুরোধ করছেন তাঁর মাইক চালু করার জন্য।  

কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিট দুর্নীতি নিয়ে লোকসভায় বলতে গিয়েছিলেন রাহুল। সেই সময় ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়।

এই বিষয়ে রাহুল স্পিকার ওম বিড়লাকে অভিযোগ জানালে তিনি বলেন সাংসদের মাইক্রোফোন বন্ধ করার কোনও নির্দেশ দেননি। তবে এর পরেই নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের দাবি উড়িয়ে দেন ওম বিড়লা। তিনি বলেন, ‘আজ আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হওয়া উচিত। অন্য বিষয়গুলি হাউসে রেকর্ড করা হবে না।’ রাহুল বলেন ‘তিনি সরকার এবং বিরোধীদের তরফ থেকে দেশের ছাত্রছাত্রীদের বার্তা দিতে চান যে, এই বিষয়টিকে তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন।’ এরপরে নিটের প্রশ্নফাঁস নিয়ে আলোচনা দাবি তোলেন সাংসদরা। স্পিকার ওম বিড়লা আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করেছেন।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে লন্ডনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্যদের একাংশের সঙ্গে একটি আলোচনাসভায় যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেও কথা বলতে গিয়ে তিনি দেখেন মাইকটি খারাপ। রাহুল তখন বলেছিলেন, ‘ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে।’ বিদেশের মাটিতে তাঁর এই বক্তব্যকে ‘দেশের অপমান’ বলে চিহ্নিত করেছিল খোদ বিজেপি। কংগ্রেসের তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছিল, নোটবন্দি, জিএসটি, চিনা আগ্রাসনের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনা করতে দেওয়া হয়নি। বিরোধীদের মাইক বন্ধ করে দিয়ে বার বার ‘কণ্ঠরোধ’ করেছে মোদী সরকার।

Leave A Reply

Your email address will not be published.