নিউজ ডেস্ক, ৭ অক্টোবর : নিম্নমানের কাজের জন্যই ভেঙে যায় চুংথাম বাঁধ। আগের সরকার ভালো করে বাঁধ তৈরি করেনি। তাই এত বড় বিপর্যয় ঘটল। সিকিমের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য।
‘চুংথাম বাঁধ নির্মাণে হয়েছিল অনিয়ম’
‘নিম্নমানের কাজের জন্যই এত বড় বিপর্যয়’
‘এই বিপর্যয়ের জন্য দায়ী আগের সরকার’
বিস্ফোরক মন্তব্য সিকিমের মুখ্যমন্ত্রীর
লোনক হ্রদের উপর মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে যায় চুংথাম বাঁধ। ফলে মেঘভাঙা বৃষ্টি ও বাঁধের জল নেমে আসে তিস্তায়। দ্বিগুণ জলের তোড়ে অস্বাভাবিকভাবে বেড়ে যায় তিস্তার জলস্তর। তাই ক্ষয়ক্ষতির পরিমাণও দ্বিগুণ। অথচ মেঘভাঙা বৃষ্টির জল ধারণ করার কথা ছিল চুংথাম বাঁধের। কিন্তু বাস্তবে তা হয়নি। নিম্নমানের কাজের জন্যই এত বড় বিপর্যয়। তাই বাঁধ তৈরিতে যে অনিয়ম হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হবে। দোষীদের রেয়াত নয়, সাফ জানিয়ে দিলেন, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
সিকিমে অব্যাহত রয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ। প্রতিকূল আবহাওয়ার জন্য বায়ুসেনার কপ্টার উড়ছে না ফলে প্রত্যন্ত এলাকায় পায়ে হেঁটে যাচ্ছে উদ্ধারকারীর দল। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ শুরু করল BRO. মুখ্যমন্ত্রী জানান, আপাতত উদ্ধার ও ত্রাণ বন্টনের কাজে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজও।
মেঘভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানে সিকিমে এখনও নিখোঁজ বহু মানুষ। বাড়ছে মৃতের সংখ্যাও। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। এখন প্রশ্ন হয়, এই বিপর্যয়ের জন্য কে দায়ী?