ডিজিটাল ডেস্ক, ২২ এপ্রিল: মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ জেলায় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে নিজেই এই ঘোষণা করেন তিনি। যদিও নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বহিরাগতদের সঙ্গে স্থানীয় একাংশকে মিলিয়ে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানো হয়েছে। এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে, যা শীঘ্রই ফাঁস করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “২ টি জায়গায় ঝামেলা হয়েছে। এর পেছনের চক্রান্ত আমরা ফাঁস করব।”
তিনি এ-ও জানান, অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি নিজে কথা বলবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
মুর্শিদাবাদের ওয়াকফ সংক্রান্ত অশান্তির পর মুখ্যমন্ত্রী কেন সেখানে যাচ্ছেন না, তা নিয়ে বিরোধীদের কুৎসা চলছিল লাগাতার। এর জবাবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, উপযুক্ত সময় হলে তিনি অবশ্যই যাবেন। এবার সেই সময়ের ইঙ্গিত দিলেন নিজেই—মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “মুর্শিদাবাদের ধুলিয়ানে দু’টি জায়গায় অশান্তি হয়েছে। আমরা কেউ অশান্তি চাই না। কিন্তু বহিরাগতরা স্থানীয় একাংশকে সঙ্গে নিয়ে ইচ্ছাকৃতভাবে গোলমাল বাধিয়েছে। এর পেছনে যে চক্রান্ত রয়েছে, তা আমরা অবশ্যই ফাঁস করব। মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ যাচ্ছি।”
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে জানান, অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি নিজে কথা বলবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন। যাঁদের ঘর-বাড়ি ভাঙচুর বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে। যাঁদের দোকানঘর ভাঙচুর হয়েছে, প্রশাসন ইতিমধ্যেই তার সার্ভে শুরু করেছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।
Comments are closed.