তাপপ্রবাহের মাঝে হেভিওয়েটদের জনসভা, ঊর্ধ্বমুখী মালদার রাজনীতির পারদ

0 12

একেই জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তার মাঝেই জেলা-জুড়ে হেভিওয়েটদের নির্বাচনী জনসভা কে কেন্দ্র করে আবহাওয়ার থেকেও বেশি ঊর্ধ্বমুখী রাজনৈতিক পারদ। পুনরায় জেলায় জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারেই মালদার মাটি থেকেই তৃণমূলকে একাধিক ইস্যুতে সরাসরি আক্রমণ করেন মোদী। মঙ্গলবার জেলায় এসে তার পাল্টা মমতা কি বলেন সেই দিকেই তাকিয়ে সকলে। মমতার এই জনসভা কে কেন্দ্র করে এই মুহূর্তে চলছে চূড়ান্ত তৎপরতা। সরজমিনে সভাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখতে যান জেলা পুলিশ সুপার। শনিবার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় উপ-বাজার চত্বরে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করতে আসেন মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী প্রমুখ। কি ভাবে অবতরণ করবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার? সভাস্থলের প্রবেশ এবং প্রস্থান পথ কোন দিক থেকে থাকবে? সমস্তটাই খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। জনসমাগমের ব্যাপারে কথা বলেন উপস্থিত নেতৃত্বের সঙ্গে।

এদিকে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে ব্যাপক উৎসাহিত ঘাসফুল শিবির। তাদের দাবি এই জনসভা ঐতিহাসিক জনসভা হবে। মোদীর জনসভার থেকেও ভিড় দ্বিগুণ হবে।

ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন বলেন, আজ পুলিশ সুপার এবং আইসি এসেছিলেন। উনারা সব কিছু দেখলেন। দিদির জনপ্রিয়তা সব থেকে বেশি। উনি মানুষের জন্য উন্নয়ন করেছেন। ব্যাপক ভিড় হবে। আর এখান থেকে তৃণমূলকে জেতানোর জন্য বড় লিড দেবো।

পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী জানান, মোদীজির সভায় যে ভিড় হয়েছিল। তার দ্বিগুণ  ভিড় হবে এ বার। বাংলা হল সম্প্রীতির বাংলা। এখানে তৃণমূলের কোন বিকল্প নেই। আর বিরোধীদের পায়ের তলার মাটি নেই।

Leave A Reply

Your email address will not be published.