Abhishek Banerjee: তৃণমূল সেনাপতির ‘বিরতি’ নিয়ে জল্পনায় নয়া মোড়, অভিষেকের মায়ের সঙ্গে তাঁকে দেখতে গেলেন মমতা
লোকসভা ভোটে ফলপ্রকাশের পরে রাজনীতি থেকে সাময়িক ‘বিরতি’ নিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স মাধ্যমে সেই কথা ঘোষণা করেছিলেন অভিষেক। সেই সঙ্গে তাঁর ‘বিরতি’ সময়ে সরকার এবং দলে সবরকম কাজ ঠিক করে হবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সেই সময় থেকে নবান্নে সরকার পরিচালনার ক্ষেত্রে অভিষেকের কিছু অসন্তোষের কথাও সামনে আসে। কাজ না করেও দীর্ঘ দিন ধরে পদে রয়েছেন কেউ কেউ, আর তাই নিয়ে নাকি খানিক ক্ষুণ্ন হয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে সামনে এসেছিল তা হলে কি আবার মমতার সঙ্গে মত পার্থক্য দেখা যাবে অভিষেকের?
দলের অন্দরে-বাইরে দু’জায়গাতেই শুরু হয়েছিল জল্পনা। তবে বুধবার সেই জল্পনায় খানিকটা জল ঢেলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার অভিষেককে দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্মতা-অভিষেকের সাক্ষাতের পরেই রাজনৈতিক মহলের ধারণা এবার হয়তো জল্পনার অবসান হবে।
দল ও সরকার পরিচালনার কিছু বিষয় নিয়ে মত পার্থক্য দেখা গিয়েছিল বলেই খবর। লোকসভা ভোট কাটতেই নতুন করে নাকি জটিলতা তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরে। সামনেই রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন। কিন্তু সেই লড়াইয়েও সামনাসামনি নেই অভিষেক। যদিও তিনি প্রার্থীদের সবাইকে এবং দলকে সাহস জুগিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে অভিষেকের সাময়িক ‘বিরতি’ ঘোষণায় সেই জল্পনার মধ্যেই খানিক ঘি ঢেলেছিল। যদিও অভিষেক তখন জানান চিকিৎসাজনীত কারণেই ‘বিরতি’ নিচ্ছেন তিনি। সূত্র মারফত খবর ছিল ভোটের ফলের ভিত্তিতে অভিষেক দল এবং সরকারে বেশ কিছু রদবদল চেয়েছিলেন কিন্তু তাতে সায় ছিল না মমতার। আর এই মতপার্থক্যের জেরেই নাকি অভিষেক ‘দূরে’ সরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জল্পনা তুঙ্গে ওঠে। তার পর থেকেই দলের অন্দরে একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে ফের সক্রিয় ভূমিকায় দেখা যায় তৃণমূল নেত্রীকে। আসন্ন উপনির্বাচনের প্রার্থী নির্বাচন নিজের হাতে ঠিক করেন বলে খবর।
কিন্তু তারপর বুধবার বিকেলে নবান্নে যেতে দেখা যায় অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে। দফতরের কাজ সেরে অভিষেকের মার সঙ্গে নিউটাউনে একটি চক্ষু চিকিৎসাকেন্দ্রে যান মমতা। সেখান থেকে বেরিয়ে আরেকটি কাজ সেরে কালীঘাটে অভিষেকের বাড়িতে যান তাঁরা। সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন মমতা বলেই খবর। সূত্র মারফত খবর, অভিষেকের শরীর সম্পর্কে খোঁজখবর নেন মমতা। প্রসঙ্গত, কিছু দিন আগে অভিষেকের চোখে একটি ছোট অস্ত্রোপচারও হয়েছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেই কারণেই রাজনীতি থেকে ‘বিরতি’ নিয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিষেক।