ভারতীয় সেনার নজরদারি থাকা সত্ত্বেও কী ভাবে পহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটে গেল? প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: ভারতীয় সেনার নজরদারি থাকা সত্ত্বেও পহেলগাঁওয়ে এমন ভয়াবহ হামলা কীভাবে ঘটল—এই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘বুঝতেই পারছি না, এতক্ষণ ধরে পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করা হল! যা আমরা শুনছি, দেখছি… ওখানে তো সেনাবাহিনীর উপস্থিতি ছিল। সীমান্ত এলাকা হিসেবে তো জায়গাটা এমনিতেই স্পর্শকাতর। তবে এসব নিয়ে এখনই কিছু বলছি না।’’
বুধবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে দেখতে গিয়েই হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করছি। আজ মন্ত্রিসভার বৈঠকেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কী ঘটেছে, বা কীভাবে ঘটেছে—তা পরে দেখা যাবে। তবে একটা কথা পরিষ্কার—জঙ্গিদের কোনও জাত-ধর্ম নেই। এরা একটা আলাদা শ্রেণি, যাদের কখনও ক্ষমা করা যায় না।’’
প্রসঙ্গত, ওই একই হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মুকুল রায়ও। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে যান। মুকুল রায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “মুকুল অনেক দিন ধরে এখানে ভর্তি। আজ গিয়ে ওঁকে একটু দেখে এলাম। মাথায় হাত বুলিয়ে দিলাম, নাম ধরে ডাকলাম। একটু চোখ খুলেছে, সাড়া দিয়েছে।’’
Comments are closed.