পশ্চিমবঙ্গ সরকার পাশে আছে! ওড়িশার বাস দুর্ঘটনায় এক্সে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

0 27

সোমবার রাতে ওড়িশার জাজপুরে বাস দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে নিজের শোক প্রকাশ করেছেন মুখমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকার উদ্ধারকার্যে যুক্ত বলেও জানান তিনি। আরও বলেন আহতদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গত রাতে ওড়িশার জাজপুর জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু ও আহত হওয়ার খবরে আমি দুঃখিত। পশ্চিমবঙ্গ প্রশাসন প্রথম থেকেই উদ্ধারকার্যে ও সহায়তায় সহযোগীতা করছে। বাসটিতে আমাদের রাজ্যের জন্য অনেক যাত্রী ছিল। আহত এবং নিহতদের মধ্যেও আমাদের রাজ্যের বাসিন্দা ছিল। পশ্চিমবঙ্গ সরকার উদ্ধার সহায়তার জন্য ওড়িশায় ঘটনাস্থলে কর্মকর্তা, প্রয়োজনীয় উপকরণ, অ্যাম্বুলেন্স ইত্যাদি পাঠাচ্ছে। উদ্ধারকৃত যাত্রীদের ফিরিয়ে আনতে গাড়ি পাঠানো হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে শয্যা সংরক্ষিত করা হয়েছে। মৃত ও আহতদের আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্য প্রশাসন, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার আধিকারিকরা ত্রাণ সহায়তায় সম্পূর্ণভাবে জড়িত। পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত ভাই ও বোনদের প্রতি আমার সংহতি রয়েছে।’

প্রসঙ্গত, সোমবার রাত ৯ টা নাগাদ ওড়িশা থেকে কলকাতাগামী একটি বাস ওড়িশার জাজপুরে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বারাবাটি ব্রিজের উপর থেকে পরে যায়। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪০জনের বেশী আহত। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল।   

Leave A Reply

Your email address will not be published.