পহেলগাঁওয়ে নিহতদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা

8

কলকাতা, ২৬ এপ্রিল: পহেলগাঁওয়ে গত মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন সাধারণ পর্যটক। এই মর্মান্তিক তালিকায় রয়েছেন বাংলারও তিনজন। ভয়াবহ এই ঘটনায় যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার—মানবিকতার কথা মাথায় রেখেই এই সহায়তা।

শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পহেলগাঁও হামলায় নিহত বাংলার তিনজনের প্রতিটি পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে এককালীন ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

তবে শুধু আর্থিক সহায়তায় থেমে না থেকে, নিহত কলকাতার যুবক বিতান অধিকারীর পরিবারকে বিশেষ সহায়তার কথাও জানান মুখ্যমন্ত্রী, কারণ বিতানের বাবা-মায়ের আর্থিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড গঠন করবে রাজ্য সরকার, যাতে মাসে ১০ হাজার টাকা করে মিলবে। পাশাপাশি বিতানের মায়ের জন্য ‘স্বাস্থ্যসাথী’ কার্ডও করে দেবে সরকার।

এছাড়াও, বেহালা এবং পুরুলিয়ার নিহতদের পরিবারের কেউ যদি চাকরি চান, তবে রাজ্য সরকার সেই ব্যবস্থাও করবে—সরাসরি এই প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীরের উধমপুরে সেনা অভিযানে নিহত তেহট্টের ঝন্টু আলি শেখের পরিবারকেও ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা শনিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ওই জওয়ানের সন্তানদের সেনা স্কুলে পড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, বিতান অধিকারীর বাবা-মায়ের ওষুধের খরচের জন্য প্রতি মাসে ১২ হাজার টাকা করে দেওয়া হবে।

Comments are closed.