Loksabha Election 2024: মোদী-মমতার জোড়া কর্মসূচী, উত্তপ্ত পুরুলিয়ার রাজনৈতিক পারদ

0 29

সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচন। তারপরেই শনিবার ষষ্ঠ দফার ভোট। তার আগে শেষ রবিবার ১৯ মে। আর তাই রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক-বিরোধী দুই শিবির। জোড়া কর্মসূচিতে ব্যস্ত পুরুলিয়ায় যেন এখন সাজ সাজ রব। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, অন্যদিকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো।

রবিবার সকাল ১০টায় পুরুলিয়া বিধানসভা এলাকার গেঙ্গাড়ার মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার ঐদিন দুপুরে পুরুলিয়া শহরে রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী যে মাঠে সভা করবেন সেই মাঠে প্রস্তুতি তুঙ্গে। এই মাঠে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে পুরুলিয়া বিজেপির দাবি। পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জানান মাঠের জনসভা ব্রিগেডের মাঠকেউ ছাপিয়ে যাবে। পাশাপাশি ঐদিন পুরুলিয়া শহরের হাসপাতাল মোড়ের সামনে থেকে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই রোডশোতেও রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে দাবি জেলা তৃণমূল সভাপতির। দুই দলের দুই হেভিওয়েটের কর্মসূচিতে রেকর্ড সংখ্যক উপস্থিতির টার্গেট নিয়ে কোমর বেঁধে নেমেছে তৃণমূল বিজেপি।বিষয়টি নিয়ে একে অপরকে কটাক্ষ করতেও ছাড়েনি।

একদিকে বিজেপির লক্ষ ‘আপ কি বার চারশো পার’। সেই চারশো আসনের লক্ষ মাত্রা পূরণ করতেই প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির হেভিওয়েট নেতারা একাধিকবার ছুটে ছুটে এসেছেন বাংলার বুকে। আর গত বারের ভুল শুধরে এই লোকসভায় নিজের আসন বাড়াতে মরিয়া ঘাসফুল শিবির।

Leave A Reply

Your email address will not be published.