ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

15

ডিজিটাল ডেস্ক, ২৫ এপ্রিল: সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। সেখানে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে মোদি সরকার জানায়, নতুন আইন নিয়ে যদি কোনও ধরনের স্থগিতাদেশ জারি করা হয়, তবে তা কেন্দ্রের তরফে বিরোধিতা করা হবে। কেন্দ্র আরও বলেছে, সংসদে গৃহীত আইনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলে, সেটি সাংবিধানিক ক্ষমতার ভারসাম্যে হস্তক্ষেপ বলেই গণ্য হবে।

সংসদে ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা এই আইন বাতিলের দাবিতে আন্দোলনে নামেন। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা। বিতর্কের আবহে শীর্ষ আদালত জানায়, পরবর্তী শুনানির আগ পর্যন্ত ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগ সংক্রান্ত আইনের প্রয়োগে সাময়িক স্থগিতাদেশ জারি থাকবে।

এরপরই বিচারব্যবস্থাকে নিশানা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচারব্যবস্থাকে তীব্র আক্রমণ করেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে ৫ মে অন্তর্বর্তী আদেশ দেওয়ার বিষয়ে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Comments are closed.