নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর : ফের দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। জড়কদমে চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে শহর কলকাতায় সিবিআই হানা। কলকাতার পাশাপাশি জেলাতেও সিবিআই হানা। পাটুলিতে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এদিকে, বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আবার মুর্শিদাবাদ এবং কোচবিহারেও চলছে সিবিআই তল্লাশি। মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। আবার বড়ঞাতে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ‘ঘনিষ্ঠ’ ঝণ্টু শেখের বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। আজ সকালবেলা নিজাম প্যালেস থেকে সিবিআই-এর দু’টি দল বের হয়। সঙ্গে রয়েছে নিরাপত্তারক্ষীরাও।
পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই। ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য। তাঁর বাড়িতেই সিবিআই হানা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালানোর জন্যই চলছে সিবিআই তল্লাশি। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ বাপ্পাদিত্যের বাড়ির সামনে পৌঁছন বেশ কয়েক জন সিবিআই আধিকারিক। তাঁরা বাড়ির সদর দরজার সামনে কড়া নাড়েন। বেশ কয়েক মিনিট অপেক্ষা করার পর নিজেই দরজা খুলে দেন বাপ্পাদিত্য। সিবিআই আধিকারিকেরা নিজেদের পরিচয় দিয়ে বাড়ির ভিতরে ঢোকেন।
এদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধান নগর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দমদম সাংগঠনিক তৃণমূলের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা।
কলকাতার পাশাপাশি জেলাতেও সিবিআই হানা। ডোমকল পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। একই সঙ্গে বড়ঞার কুলিতেও ঝন্টু শেখের বাড়িতেও সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে এই হানা দিয়েছে বলে সিবিআই সূত্রে খবর।