সন্দেশখালিতে সিবিআইয়ের আধিকারিকরা। আবারও খবরের শিরনামে সন্দেশখালি। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্ত করতে সন্দেশখালি গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার দিনভর কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখা গেল সন্দেশখালিতে। এলাকা ঘুরে রিপোর্ট তৈরি থেকে কথা বলেন স্থানীয় মহিলাদের সঙ্গেও। তবে কেবল আধিকারিকরা নয়, কেন্দ্রীয় বাহিনী নিয়েই শেখ শাহজাহানের গড়ে টিম সিবিআই। বাহিনীর ঘেরাটোপে এ দিন সন্দেশখালিতে ঘুরলেন সিবিআই আধিকারিকরা।
লোকসভা ভোটের ঠিক আগে ভরকেন্দ্র হয়ে উঠেছিল সন্দেশখালি। সন্দেশখালির রেখা পাত্রকে প্রার্থী করে এখনও ইস্যু জিইয়ে রেখেছে বিজেপি। এমনকি বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সন্দেশখালি ইস্যুতেই শান দিয়েছেন। যদিও এখন শ্রীঘরে সন্দেশখালির ত্রাস শাহজাহান।
হাইকোর্টের নির্দেশে তদন্তে শুরু করেছে সিবিআই। প্রথম দফার ভোটের পরদিনই সন্দেশখালি নিয়ে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি দখল, মহিলাদের ওপর অত্যাচারের কথা বাড়ি বাড়ি গিয়ে শুনলেন সিবিআই আধিকারিকরা। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় জেটি পার করে সন্দেশখালি ঢোকে টিম সিবিআই। যে পাত্রপাড়াতে জমেছিল নির্যাতনের ভুরিভুরি অভিযোগ সেখানেই আগে যান সিবিআই আধিকারিকরা। কথা বলেন স্থানীয় মহিলাদের সঙ্গেও।
সন্দেশখালি পরিদর্শেনের মাঝে সরবেড়িয়াতে শ্যামল ঘোষের বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। অভিযোগ, শ্যামল ঘোষের তিন বিঘা জমি দখল করেছিল শেখ শাহাজাহান বাহিনী। দখল হয়ে যাওয়া মাছের ভেড়ি ঘুরে দেখছেন আধিকারিকারিকরা। কথা বলেছেন শ্যামল ঘোষের পরিবারের সঙ্গেও।