৩ মাসের মধ্যে নিয়োগ করতে হবে ৪০০ চাকরিপ্রার্থীকে! নির্দেশ কলকাতা হাই কোর্টের
১৫ বছরের অপেক্ষার অবসান। ২০০৯ সালের টেট পরীক্ষার্থীদের নিয়োগের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। ঐ দিনই নিয়োগের অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা।
বিচারপতি মান্থার নির্দেশ আগামী ৩ মাসের মধ্যেই নিয়োগ শেষ করতে হবে। এখন হাওড়া জেলায় শূন্যপদ রয়েছে ১৫১। তাই অবিলম্বে সেই পদে নিয়োগ করতে হবে। বাকি চাকরিপ্রার্থীদের নিয়োগ আগামী ৩ মাসের মধ্যে শেষ করতে হবে।
প্রসঙ্গত, আইনি জটিলটার কারণে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হন ৪০০ জন চাকরিপ্রার্থী। বাম আমলে ২০১০ সালে তাঁদের পরীক্ষা হয়। সব জায়গায় নিয়োগ হলেও মালদহ, হাওড়া এবং দুই ২৪ পরগনায় নিয়োগ হয়নি। এর পর মামলা আদালতে গড়ালে অস্বচ্ছতার কারণে ঐ চার জেলার পরীক্ষা বাতিল হয়ে যায়। পরে তৎকালীন শিক্ষা সচিবের নির্দেশে আবার পরীক্ষা নেওয়া হয় তাঁদের। সেই মামলাই আবারও কোর্ট অবধি গড়ায়। নিজেদের চাকরির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেন তাঁরা। পরে রাজ্য সরকারের তরফে কুণাল ঘোষের সঙ্গে কথা বলে সেই আন্দোলন প্রত্যাহার করেন। এবার সেই মামলাতেই নিয়োগের অনুমতি দিল কলকাতা হাই কোর্টও।