ফের ভোটের দামামা বাজল বাংলায়। সাত দফা ভোটের দেওয়াল লিখন এখনও ঝকঝকে বাংলার অলিতে গলিতে। ভোটের ফলের পরিসংখ্যান নিয়েও জারি চুলচেরা রাজনৈতিক বিশ্লেষণ। আর তারমধ্যেই রাজ্যে আবার ভোটের বিজ্ঞপ্তি। দেশের ১৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সোমবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন করার ঘোষণা করেছে। ১০ জুলাই হবে উপনির্বাচন এবং ১৩ জুলাই ভোট গণনা করা হবে।
তার মধ্যে বঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন রয়েছে। চারটি বিধানসভা কেন্দ্র হল বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ১০ জুলাই। আগামী ১৩ জুলাই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। আগামী ১৪ জুন এই চার বিধানসভা কেন্দ্রের জন্য নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন অর্থাৎ ১৪ই জুন থেকে এই চার বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আদর্শ আচরনবিধি চালু হবে। ২১ জুন পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন ২৬ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৫ই জুলাই পর্যন্ত আদর্শ আচরণবিধি চালু থাকবে এই চার বিধানসভা কেন্দ্রে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
বাংলা ছাড়া আরও ৬ রাজ্যে ভোট নেওয়া হবে। ১৩ মধ্যে মাত্র ৩ আসনে বিধায়কদের মৃত্যুর জন্য উপনির্বাচন।
বাকি ১০ বিধায়ক ইস্তফা দেন দল বদল করার জন্য। এদের মধ্যে ৬ জনই দল পরিবর্তন করে যোগ দিয়েছেন বিজেপিতে।
রাজ্যেও ৩ আসনে নির্বাচন বিধায়কদের দল বদলের জেরেই। প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে খালি হয়েছিল মানিকতলা আসনটি।
বাগদা রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে ২০২১ সালে জেতে বিজেপি। ভোটের পরেই তৃণমূলে ফেরেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার বনগাঁতে তাঁকে প্রার্থী করে তৃণমূল।
একই ভাবে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী এবং রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ফুল বদল করে লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। যদিও কেউই ভোটে জিততে পারেননি। শুক্রবার ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই এই কেন্দ্রগুলিতে জারি হবে আদর্শ আচরণ বিধি। চলবে ১৫ জুলাই পর্যন্ত।