Budget 2024 : বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, বেকারত্ব দূরীকরণ বিশেষ গুরুত্ব

0 45

দেশের বেকারত্ব দূর করতে কল্পতরু অর্থমন্ত্রী। তবে সরকারি চাকরিতে নিয়োগের থেকে বেশি গুরুত্ব বেসরকারি ক্ষেত্রকে। ইন্টার্নশিপে যুবকদের কর্মমুখী করতে উদ্যোগ বাজেটে (Budget)। এতে সমস্যা মিটবে কি? সন্দিহান বিশেষজ্ঞ মহল।

দেশের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে চাপে মোদী। সরকারি চাকরিতেও লক্ষ লক্ষ শূন্যুপদ। তাই ঘুরপথে কর্মসংস্থান তৈরির পথেই হাঁটল মোদীর নেতৃত্বাধীন NDA সরকার। বেসরকারি সেক্টরকে শিখণ্ডি করে মুখ বাঁচানোর চেষ্টা সরকারের? দেশের এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায়, বাজেটে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনটি প্রকল্পের ঘোষণা করেন নির্মলা।

প্রথম প্রকল্প
EPFO-তে নাম নথিভুক্ত হলে ৩ কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত মিলবে। তবে বেতন হতে হবে ১ লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে অনলাইন ফাইনান্সিয়াল কোর্স করতে হবে কর্মীদের। ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী এতে উপকৃত হবেন।

দ্বিতীয় প্রকল্প
উৎপাদন ক্ষেত্রে নবনিযুক্ত কর্মী ও নিয়োগকারী সংস্থার ভাগের EPFO-র টাকা, প্রথম চার বছরের জন্য সরকারই দেবে। এতে ৩০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন।

তৃতীয় প্রকল্প
প্রতি সংস্থায় অতিরিক্ত কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা প্রথম দু’বছর EPFO বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, তা ফিরিয়ে দেওয়া হবে তাদের। এক্ষেত্রে ১ লক্ষের মধ্যে বেতন হতে হবে নবনিযুক্ত কর্মীদের। এতে ৫০ লক্ষ ছেলেমেয়ে উপকৃত হবেন। কিন্তু নিয়োগের ১২ মাসের মধ্যে যদি চাকরি ছেড়ে দেন ওই কর্মী, সেক্ষেত্রে সরকারকে টাকা ফেরত দিতে হবে ওই সংস্থাকে

বেকারত্ব দূরীকরণ আরও একটি বড় বিষয় হল যুবক-যুবতীদের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করা। বাজেটের ঘোষণা অনুযায়ী, সেই দায়িত্বও দেওয়া হচ্ছে দেশের প্রথম সারির বেসরকারি কোম্পানিগুলিকেই।

৫ বছরে ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি পড়ুয়া
এক বছর ধরে হাতে-কলমে কাজ শিখতে পারবেন তাঁরা
প্রতি মাসে ৫০০০ টাকা ও এককালীন ৬০০০ টাকা দেওয়া হবে
সংস্থাগুলি সিএসআর ফান্ড থেকে ট্রেনিং-এর খরচ বহন করবে

শুধু চাকরি দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয় ফলে স্টর্টআপে উৎসাহ বাড়াতে নেওয়া হয়েছে আরও পন্থা। এমএসএমই-তে এবার বিশেষ গুরুত্ব দিতে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালুর ঘোষণা নির্মলার।

মেশিন কেনার জন্য লোন, প্রত্যেক আবেদনকারীকে দেওয়া হবে গ্যারান্টি ১০০ কোটির গ্যারান্টি ফি
মুদ্রা লোন ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে তবে যাঁরা তরুণ ক্যাটেগরির অধীনে ঋণ নিয়ে ঠিকমতো ঋণ শোধ করেছেন তাদের এই সুবিধা থাকবে।

বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, সরকার চাইছে মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন। তাই মেয়েদের জন্য ওয়ার্কিং হস্টেল ও মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। মহিলাদের দক্ষতা বাড়াতে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.