ভালো থাকুক মীরা

12

দেবারতি ঘোষের কলমে

২০২৫-এ দুর্গাপুজো এগিয়ে এসেছে। সেপ্টেম্বর মাসের শেষেই পুজো। তাই দেরি না করে এবার কলকাতা শহরের বড় পুজো কমিটি গুলিও কোমর বেঁধে নেমে পড়েছেন। শহর জুড়ে শুরু হয়ে গেছে খুঁটি পুজো। এই সময় এখন থেকেই মাঠ গুলো চলে যায় থিম শিল্পীদের দখলে। পুজো তো হয় ক্লাব উদ্যোক্তাদের জন্য দর্শককে দেখানোর জন্য। কিন্তু পাটুলির কেন্দুয়া শান্তি সংঘের পুজো “মীরার জন্য”।


কে এই মীরা?

থ্যালাসেমিয়া আক্রান্ত ১৪ বছরের একটি মেয়ে। জল জঙ্গলে ঘেরা পাথরপ্রতিমার বাসিন্দা। বাবা দিনমজুর। জন্মের পরই মীরার বাবা-মা জানতে পারেন মেয়েরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিন্তু দিনমজুর বাবার চিকিৎসা করানোর ক্ষমতা ছিল না। তাই মীরার জন্মের পর থেকেই মীরাকে দত্তক নিয়েছে কেন্দুয়া শান্তি সংঘ।

মীরা এখন ক্লাস নাইনের ছাত্রী। খুঁটি পুজোর দিন মীরাকে সামনে রেখেই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে খুঁটিপূজো উদযাপন করল কেন্দুয়া শান্তি সংঘের সদস্যরা। কারণ এই রক্তের জন্যই মীরার জীবনের লড়াই।

শহরে অনেক বড় বড় পূজো হয় বাজেট ছাড়ায় কোটি টাকা। কিন্তু কেন্দুয়া শান্তি সংঘ বোধ হয় তাদের পূজোকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে এই দৃষ্টান্ত স্থাপন করে। ভালো থাকুক মীরা। ভালো থাকুক মীরার পাতানো আঙ্কেলরা। এন কে টিভি বাংলার পক্ষ থেকে ওদের সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা শুভকামনা।

Comments are closed.