BJP Bandh : বিজেপির ডাকা বনধে তুলকালাম, গ্রেফতার একাধিক নেতা

0 16

বুধে বনধে ধুন্ধুমার। লাশের রাজনীতির অভিযোগ মমতা, অভিষেকের। বনধ সফল দাবি বিজেপির। আরজি কর ইস্যুতে রাস্তায় থাকার ঘোষণা দুই শিবিরেই।

বিজেপির ডাকা বনধে তুলকালাম, গ্রেফতার একাধিক নেতা। বনধে কলকাতা শহর সচল থাকলেও বনধ সমর্থনকারীদের পুলিশি ধরপাকড়ে কোথাও কোথাও ধুন্ধুমার। রাজ্য সরকার আগেই জানিয়েছিল বনধ মানা হবে না। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, কিসের বন্‌ধ। বন্‌ধ করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করুন।

টিএমসিপির সমাবেশ বানচাল করার চেষ্টা করেছে বিজেপি। জেনে শুনে বন্‌ধ ডেকেছে বিজেপি, ওদের বডি চাই। তোপ মমতার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেন, লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত হয়েছে বিজেপি।

যদিও বিজেপির দাবি বনধ সফল। পুলিশ জোর পূর্বক বনধ অসফলের চেষ্টা করেছে।

বনধ নিয়ে রাজনৈতিক তরজা মধ্যে কার্যত নজিরবিহীন ঘটনা হাইকোর্টে। বনধ বিরোধিতায় করা জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। মামলা দায়েরের নিয়ম না মানায় উল্টে আবেদনকারী আইনজীবীকে ৫০ হাজার টাকার জরিমানা করলেন প্রধান বিচারপতি। সূত্রের খবর, আইনজীবীর নাম শোনা মাত্রই এই মামলাটি খারিজ করে দেন প্রধান বিচারপতি। কারণ…

এই আইনজীবীই অমৃতা সিনহার ঘর থেকে ‘পুলিশি ইন-অ্যাকশনের’ মামলা সরাতে জনস্বার্থ মামলা করেছিলেন সেক্ষেত্রেও বেশ কিছু ভুল তথ্য দিয়েছিলেন এই আইনজীবী। সেসময় মামলার শুনানিতে প্রধান বিচারপতির কাছে ভর্ৎসিত হয়েছিলেন সূত্রের খবর।

এরপরই মুখ্য়মন্ত্রীর মুখ থেকে শোনা গেল বড় অভিযোগ। বনধ নিয়ে রাজনৈতিক তরজার আবহেই ফের রাস্তায় থাকার ঘোষণা শুভেন্দুর। এবার ত্রিফলা অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারীর।

একই দিনে তিন অভিযানের কথা ঘোষণা শুভেন্দু অধিকারীর। নবান্ন, লালবাজার ও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের ঘোষণা শুভেন্দুর। পাল্টা শনিবার সব ব্লকে দুপুর ২-৬টা পর্যন্ত মিছিল, ধরনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ধর্ষকের ফাঁসির দাবিতে ১ সেপ্টেম্বর ব্লকে ব্লকে তৃণমূলের ধরনা আন্দোলন মেয়েদের।

Leave A Reply

Your email address will not be published.