ধর্না মঞ্চে এক হল বাম-বিজেপি

0 35

ধর্না মঞ্চে এক হল বাম-বিজেপি। সিটুর ধর্না মঞ্চে রবিবার হঠাৎই হাজির বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল খোলার দাবিতে, সামিল হলেন শ্রমিকদের আন্দোলনে। বললেন, রাজনৈতিক নেত্রী নয়, এলাকার অভিভাবক হিসাবেই এসেছেন মঞ্চে।

আসানসোলের বল্লভপুর পেপার মিলের ৩০ জানুয়ারির সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস পড়ে। তার পর থেকেই টানা ধরনায় বসেছে বাম শ্রমিক সংগঠন সিটু।

কাঁচামালের অভাবে, গত মাসের ৭ তারিখ থেকে বন্ধ কারখানা। গেটের বাইরে সাসপেনশন অব ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়েছে রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল কর্তৃপক্ষ। বেতন বাকি ২ মাসের। কর্মহীন প্রায় ৩০০ শ্রমিক। কারখানা খোলার দাবিতে গেটের বাইরে আন্দোলন চালাচ্ছে বাম শ্রমিক সংগঠন সিটু। রবিবার সেই আন্দোলনের ধর্না মঞ্চে হঠাৎ উপস্থিত আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মঞ্চ থেকে রাজনৈতিক রঙ না দেখে শ্রমিকদের পাশে থাকার বার্তা নেত্রীর।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কারখানা বন্ধ নিয়ে কেন্দ্র ও রাজ্যকে একযোগে আক্রমণ সিটু নেতৃত্বের। সিটুর নেতারা বলছেন, এলাকার বিধায়ক হিসাবে অগ্নিমিত্রা এসেছেন তাই তাঁকে স্বাগত জানিয়েছি। মালিক পক্ষের সঙ্গে তৃণমূল, শ্রমিকের সঙ্গে বিজেপি। তাই অগ্নিমিত্রার সিটুর মঞ্চে যাওয়াটা যর্থার্থ বলছেন বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি।

রাজনীতির ময়দানের বাইরে দাঁড়িয়ে রাজনৈতির নেতৃত্বের এই উদ্যোগ শ্রমিকদের মুখে হাসি ফোটে কবে এখন সেটাই দেখার।

Leave A Reply

Your email address will not be published.