বাংলার মন পেতে নাড্ডার মুখে ‘জয় বাংলা’, আক্রমণ সন্দেশখালি থেকে সিএএ নিয়েও

0 13

কথায় আছে ‘ভোট বড় বালাই’। তাই যেন প্রমাণিত হল আবার। না হলে বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে ‘জয় বাংলা’ স্লোগান যেন একটু বেমানান বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।   

তৃতীয় দফা ভোটের আগে বাংলায় ভোটের প্রচারে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রবিবার বহরমপুরে প্রচারসভা করেন জেপি নাড্ডা। এই দিন নিজের ভাষণে নাড্ডা অধিকাংশ আক্রমণ শানিয়েছেন শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।  

শাহাজাহানকে বাঁচাতে চাইছেন মমতা। বহরমপুরে প্রচারমঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে তোপ  দেগেছেন জেপি নাড্ডা। বাংলায় ভোট চলাকালীন সময়ে দিকে দিকে উদ্ধার হয়েছে বোমা। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র থেকে নিষিদ্ধ বাজি। সন্দেশখালিতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে একগুচ্ছ আগ্নেয়াস্ত্র। এই সব কিছু নিয়েই এই দিন তৃনমূলকে তোপ দেগেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ‘রবীন্দ্রসঙ্গীতের বদলে বাংলায় এখন বোমা, বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। শাহজাহানকে আড়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। সেখানে যে ভাবে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয়েছে, তা নিন্দনীয়। তিনি আরও বলেন, ‘মমতা ভয়ের রাজত্ব তৈরী করছেন।’

প্রসঙ্গত, সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এর আগে সিবিআইয়ের বিরুদ্ধেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সিবিআই যে নিজেই এনে ঐ অস্ত্র রেখে দেয়নি তার কী প্রমাণ আছে? এই তল্লাশিতে রাজ্য পুলিশও ছিল না।’   

সিএএ প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন নাড্ডা। তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীরা মমতাদিদির কে হন? কেন আপনি এদের প্রতি এত সদয়? বাংলাকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন দিদি?’

তবে চমক এখানেই শেষ নয়। যে বিজেপি একদিন ‘জয় বাংলা’ স্লোগানকে বাংলাদেশের স্লোগান বলে আক্রমণ শানাত তৃণমূলের বিরুদ্ধে, সেই বিজেপিই আজ বাংলার মানুষের মন পেতে ব্যবহার করছেন ‘জয় বাংলা’ স্লোগান। এই দিন সভার শেষে জেপি নাড্ডার মুখে ‘জয় বাংলা’ শুনে অবাক বনেছেন অনেকেই।

Leave A Reply

Your email address will not be published.