লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের মালিক পুরুষ! বাবা-ছেলের কীর্তিতে চাঞ্চল্য, গ্রেফতার বিজেপির বুথ সভাপতি সহ ৩
লক্ষ্মীর ভান্ডার ফাঁকা হচ্ছে, ভরছে নারায়ণের ভান্ডার। গল্প হলেও সত্যি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে বিজেপির বুথ সভাপতির অ্যাকাউন্টে। ধৃত বুথ সভাপতি সহ তাঁর ছেলেরা। মঙ্গলবার তাঁদের আটক করেছে পুলিশ।
পশ্চিমবঙ্গের ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের জন্য লক্ষীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে সরকার। কেবল রাজ্যের মহিলাদের জন্যই এই প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের টাকা নাকি পাচ্ছেন পুরুষও। লক্ষীর ভান্ডার প্রকল্পে জালিয়াতি করে ময়নার বেশ কিছু বিজেপি নেতৃত্বেরাও পাচ্ছে লক্ষী ভান্ডারের টাকা।
ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ময়না এলাকায়। অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিজেপির বুথ সভাপতি। ময়নার এক নম্বর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ হরকুলি গ্রামের বুথ সভাপতি অশোক দাস। অশোক দাস সহ মহিন দাস ,মন্টু দাস ,সুখেন মাইতি, অমরেশ মাইতি, রাহুল পাহারি সহ ১২ জন ছেলের একাউন্টে টাকা ঢুকেছে বলে অভিযোগ আসে প্রশাসনিক আধিকারিকদের কাছে।
তখনই জানার যায় যে ময়নার হরকুলি গ্রামের যুবক শ্রীকান্ত দাস। তিনি বেসরকার সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডাটা এন্ট্রির কাজ করতেন। ২০২২ সালে তিনি হুগলি জেলার খানাকুল দু’নম্বর ব্লকের কাজ করতেন। তখনই দুয়ারে সরকারের কাজ করার সুবাদে বিডিওর লগ ইন পাসওয়ার্ড তার কাছে ছিল। সেই লগ ইন পাসওয়ার্ড জালিয়াতি করে একের পর এক নিজের বাবা সহ এলাকার যুবক বৃদ্ধাদের লক্ষীর ভান্ডার পাইয়ে দিয়েছেন তিনি। শুধু লক্ষীর ভান্ডার নয় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাই দিয়েছে বিভিন্ন ছেলেদের। তবে ছেলের কর্মকান্ডের কথা নিজের মুখে স্বীকার করেন বিজেপির বুথ সভাপতি অশোক বাবু। ইতিমধ্যেই ময়নার বিডিও খানাকুল ব্লকের বিডিও সাথে যোগাযোগ করেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে হুগলির খানাকুল থানার পুলিশ লক্ষীর ভান্ডার এর টাকা প্রাপক তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে খানাকুলের উদ্দেশ্যে রওনা দেয়| গত ৬ মার্চ অ্যাকাউন্ট গুলিতে টাকা ঢোকার পর পাড়া প্রতিবেশীদের মাধ্যমে জানাজানি হলে গত ৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের সময় ময়নার বিডিওর কাছে এই ঘটনার কথা স্বীকার করে ওই যুবক | এই বিষয়ে ওই যুবকের এক মুচি লেকা হাতে আসে |তারপরে খানাকুলের বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ হারুকুলি গ্রামের শ্রীকান্ত দাস এর বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা অর্থাৎ বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।