ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির!

0 45

অবশেষে যবনিকা পতন। ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। বিজেপির হয়ে ঐ কেন্দ্রে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। পশ্চিমবঙ্গে বিজেপির শেষ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
কিন্তু প্রশ্ন হল কে এই অভিজিৎ? দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে চেনা মুখ অভিজিৎ। এক সময় দক্ষিণ ২৪ পরগনার বিজেপি জেলা সভাপতিও ছিলেন। ২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রার্থীও ছিলেন ববি। তবে অভিষেক সেই সময় প্রায় ৩ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। এরপর ২০১৯ সালে তাঁর বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। কিন্তু ‘আব কি বার ৪০০ পার’এর লক্ষ্যে বাংলা থেকে যে ৩০ আসনের স্বপ্ন শাহ দেখিয়েছেন তা বাস্তবায়িত করতে ২০২৪ সালে আবার ববির উপরেই ভরসা রাখছেন মোদী-অমিত শাহ জুটি।
সূত্রের খবর সংঘ পরিবার সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরএসএসের দীর্ঘ দিনের সদস্য হওয়ার দরুন অভিজিৎকে প্রার্থী করতে চেয়েছিল। কিন্তু দলের অন্দরে আরেক অংশের মত ছিল অভিষেকের বিরুদ্ধে ‘হেভিওয়েট’ কোনও প্রার্থী দেওয়ার পক্ষে। তবে দীর্ঘ টানাপোড়েনের পরে মঙ্গলবার ডায়মন্ড হারবার কেন্দ্রে ববিকেই টিকিট দেওয়ার কথা ঘোষণা করে বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত, এই আসনে প্রার্থীর নাম না ঘোষণা করায় বারবার বিরোধীদের কটাক্ষের মুখে প্রতে হয়েছে বিজেপিকে। তৃণমূল মুখপাত্র এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বিজেপির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেওয়ার মতো প্রার্থী নেই। তাই ওরা এআই প্রার্থী তৈরী করছে। হয়ে গেলে তারপর নাম ঘোষণা করবে।’ কটাক্ষ করতে ছাড়েনি বাম এবং কংগ্রেসও। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার কেন্দ্রে এত দিন বিজেপির প্রার্থী না দেওয়াকে তৃণমূল এবং বিজেপির ‘আঁতাত’ বলে আক্রমণ শানিয়ে ছিল।

Leave A Reply

Your email address will not be published.