ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার মূল সন্দেহভাজন সহ আরও চারজন। শুক্রবার ঝাড়খন্ডের দেওঘর থেকে নিট কাণ্ডের মূল সন্দেহভাজন সিকন্দর যাদব সহ আরও ৪ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই কাণ্ডে ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবারের গ্রেফতারের ঘটনায় তা বেড়ে হল ১৮ জন। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পাটনা নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীদের সন্দেহ হজারিবাগের একটি সেন্টার থেকে ফাঁস হয় নিটের প্রশ্নপত্র। সেই সেন্টার থেকে দেশের অন্যত্র ছড়িয়ে পরে প্রশ্নপত্র। সূত্রের খবর নিট কেলেঙ্কারির মূল অভিযুক্ত নাকি সিকন্দর যাদব। একটি বেসরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর পুলিশি জেরার মুখে প্রশ্নপত্র কেনার কথা স্বীকার করে নিয়েছেন সিকন্দর। সূত্রের খবর অমিত আনন্দ এবং নীতীশ কুমার নামে দুজনের কাছ থেকে ৩০ থেকে ৩২ লক্ষ টাকায় নিটের প্রশ্নপত্র কিনে নেন তিনি। পরে সেই প্রশপত্র সমস্তিপুরের অনুরাগ যাদব, গ্যার শিবানন্দ, রাঁচির অভিষেক কুমার এবং দানাপুরের আয়ুষ কুমারকে ৪০ লক্ষ টাকায় বিক্রি করেন সিকন্দর।
প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আগেই নাম জড়িয়েছিল সিকন্দর। বিহার পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছিল বলেও খবর। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে দেওঘরের একটি বাড়ি থেকে পাঁচ জনকে গ্রেফতার করে পাটনা পুলিশ। সূত্রের খবর যে বাড়িতে ৩০ জন পরীক্ষার্থীর এক একজনের কাছে প্রশ্নপ্তের জন্য ৩০-৫০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল, সেই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, এবং গ্রেফতার করে সিকন্দর সহ আরও চার জনকে।
পুলিশ সুত্রে খবর তদন্তে উঠে এসেছে ৪ মে নিট পরীক্ষার আগে ওই সব পরীক্ষার্থীদের পাটনার রামকৃষ্ণনগরে প্রশক্ষিণ দেওয়া হয়েছিল। সেই ধৃতদের মধ্যেই নাকি রয়েছেন নিট পরীক্ষার্থী অনুরাগ যাদব, নীতীশ কুমার এবং অমিত আনন্দ। পুলিশ জানিয়েছে জেরার মুখে পরীক্ষার্থীরা স্বীকার করে নিয়েছেন যে তাঁরা আগেই প্রশ্নপত্র পেয়েছিলেন। সেই প্রশ্নের উত্তর মুখস্থ ক্রানো হয়েছিল তাঁদের বলে জানান ধৃতরা।