Bihar Hailstorm : বিহারে বজ্রপাতে ৬১ জনের মৃত্যু, কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর, আরও ভয়াবহ হবে দুর্যোগ?
পাটনা, বিহার: Bihar Hailstorm : বিহারে সাম্প্রতিককালের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টি [hailstorms] ও বজ্রপাতে [lightning] কমপক্ষে ৬১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নালন্দা [Nalanda] জেলায়।
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর [Disaster Management Department] এই তথ্য জানিয়েছে। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। একই সাথে, আবহাওয়া দফতর [India Meteorological Department (IMD)] আগামী কয়েক দিনের জন্য কমলা সতর্কতা [orange alert] জারি করেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন ধরে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে। সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিগত বছরগুলিতেও বিহারে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিহার অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, গত বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। এই পরিস্থিতিতে, রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলা করার জন্য আরও সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।
বিভিন্ন জেলা থেকে আসা খবরে জানা গিয়েছে, শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে এবং গবাদি পশুও মারা গিয়েছে। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছে।
মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁদের আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকার এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছে এবং তাঁদের সবরকম সাহায্য করবে।
[Bihar Weather] [Hailstorm] [Lightning] [Rain] [Patna Weather] [Bihar Deaths] [Weather Forecast] [IMD Alert] [Bihar Disaster] [Bihar News]
Comments are closed.