ভাঙড়, ১৪ এপ্রিল: প্রথমে ইট দিয়ে ভাঙচুর করা হয়, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকগুলিতে। কলকাতা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও এবার উত্তপ্ত হয়ে উঠল শোনপুর এলাকা। জানা গিয়েছে, বিক্ষুব্ধরা পাঁচটি পুলিশের বাইক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ভেঙে ফেলা হয় একের পর এক গাড়ির কাচ।
এই ঘটনায় আহত ৫ পলিশকর্মী, ১৫ জন সিভিক ভলান্টিয়ার। আজ সকাল থেকে উত্তপ্ত ছিল ভাঙড়। এ দিন, বাসন্তী হাইওয়ের কাছে শোনপুর বাজারে একটি নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই নিয়ে দফায়-দফায় উত্তেজনা আগেই ছিল। সেই প্রতিবাদের ঝাঁঝ বাড়ে বিকেলে। আজ সকাল থেকে উত্তপ্ত ছিল ভাঙড়। এ দিন, বাসন্তী হাইওয়ের কাছে শোনপুর বাজারে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই নিয়ে দফায়-দফায় উত্তেজনা আগেই ছিল। সেই প্রতিবাদের ঝাঁঝ বাড়তে থাকে বিকেলের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে RAF।
প্রসঙ্গত সোমবার সকাল সকাল ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। মাঝে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসলেও আবারও অশান্তি চাগাড় দিয়ে উঠল এলাকায়। শোনপুর এলাকায় গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হল পুলিশের পাঁচ পাঁচটি বাইকে।
এদিকে, শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আইএসএফ-এর যে মিছিল হওয়ার কথা, তার অনুমতি নেই বলে শুরুতেই আটকে দেয় পুলিশ। নওশাদ সিদ্দিকিকে জানানো হয়, অনুমতিপত্র দেখালে তবেই মিছিল এগোবে।
Comments are closed.