BGBS 2025 LIVE UPDATE: বাংলার জন্য় ঢালাও প্রকল্প ঘোষণা, ১৪ বছরের শাসনে বাংলার উন্নয়ন হয়েছে, বাণিজ্য় সম্মেলনে বাংলা ও মমতার প্রশংসায় আম্বানি

“বাংলাকে দেখে এখন বাকি রাজ্য়ও বাণিজ্য সম্মেলন করছে। দেশের মধ্য়ে অন্য়তম অর্থনীতি বাংলার। এই অর্থবর্ষে জাতীয় জিডিপির থেকে বাংলার জিডিপি অনেক দ্রুত বেড়েছে। চারগুন বেড়েছে রাজস্ব্য়। ক্য়াপটেল এক্সপেন্স বেড়েছে ১৩ গুন। কৃষীতে ব্য়য় ১০গুন বেড়েছে। ২ কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার থেকে সাহায্য় পান। হাতে টাকা পাচ্ছেন যাতে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। এই প্রকল্প অন্য় কোথাও নেই। বাংলার একাধিক প্রকল্প জনসাধারনের উন্নয়নের জন্য”
মমতা বন্দ্য়োপাধ্য়ায়
বুধবার শুরু হয়েছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025’। উপস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এছাড়াও রয়েছেন দেশের আরও একাধিক খ্যাতনামা শিল্পপতি। এর মধ্যে JSW Steel –এর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দালও রয়েছেন। প্রসঙ্গত, এটি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের অষ্টম সংস্করণ । ফেব্রুয়ারি মাসের ৫ ও ৬ তারিখ সম্মেলন হবে। বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন। বাংলায় বিপুল পরিমাণে বিনিয়োগ আসতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
দুুপুর ৩:৪০ : বক্তব্য় রাখছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ৪০ দেশ থেকে যারা এসেছেন তাদের ধন্য়বাদ জানালেন মমতা। ২০০-র বেশী বিদেশি ডেলিগেটদের সম্মান মমতার। দক্ষতায় বাংলা সেরা। মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয় এই বাংলায়। আগে বাংলা মানেই ছিল বন্ধ, লকআউট। এখন বাংলায় ১ দিনেরও কর্মদিবস নষ্ট হয় না। আমাদের সরকার আম জনতার কাছে জবাব দেয়। বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন মমতা। বাংলাকে দেখে এখন বাকি রাজ্য়ও বাণিজ্য সম্মেলন করছে। দেশের মধ্য়ে অন্য়তম অর্থনীতি বাংলার। এই অর্থবর্ষে জাতীয় জিডিপির থেকে বাংলার জিডিবি অনেক বেশী বেড়েছে। চারগুন বেড়েছে রাজস্ব্য়। ক্য়াপটেল এক্সপেন্স বেড়েছে ১৩ গুন। কৃষীতে ব্য়য় ১০গুন বেড়েছে। ২ কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার থেকে সাহায্য় পান। হাতে টাকা পাচ্ছেন যাতে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। এই প্রকল্প অন্য় কোথাও নেই। বাংলার একাধিক প্রকল্প জনসাধারনের উন্নয়নের জন্য।
দুুপুর ৩:২৫ : বক্তব্য় রাখছেন মুকেশ আম্বানি। অর্থনীতি ও বাণিজ্য়ে নবজাগরণ দেখছে বাংলা। বাংলা মানেই বাণিজ্য মন্তব্য় আম্বানির। মমতার ১৪ বছরের শাসনে বাংলার উন্নয়ন হয়েছে। মমতার হাঁটার প্রশংসাও করলেন মুকেশ। কলকাতার বুকে এ আই সেন্টার, দিঘায় ডেটা ল্য়ান্ডিং সেন্টার ও ঢালাও প্রকল্পের কথা উল্লেখ আম্বানির।বাংলার শাড়ি নিয়েও আগামী দিনে কাজের সম্ভাবনার কথা আম্বানির। একই সঙ্গে বাংলায় নিজেদের বিনিয়োগ ডবল করার কথা বলেন আম্বানি।
দুপুর ৩.০০: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। এত বড় মঞ্চে ডাক পেয়ে অভিভূত বলে জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক। বাংলার শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানালেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কাদের।
দুুপুর ২.৫০: বক্তব্য রাখছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তিনি। বাংলা-ঝাড়খণ্ডের ভূপ্রকৃতিগত মিলের কথা উল্লেখ করে জানালেন, ঝাড়খণ্ডে প্রচুর খনিজ সম্পদ আছে।
দুুপুর ২.৪৫: পরিবেশবান্ধব শক্তি-সহ একাধিক ক্ষেত্রে বাংলার সঙ্গে যৌথভাবে শিল্পবিকাশে কাজ করতে আগ্রহী ভুটান। বাণিজ্য সম্মেলনের মঞ্চে ঘোষণা ভুটানের প্রতিনিধির।
দুুপুর ২.৪০: বাংলায় শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ শ্রমিক রয়েছে। হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগের ঘোষণা অম্বুজা-নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়ার। তৈরি হবে নেওটিয়া গ্রুপের আরও পাঁচ হাসপাতাল। গল্ফ টাউনশিপে বিনিয়োগের আশ্বাস।
দুুপুর ২.৩০: বাংলাকে শীর্ষে পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কর্মোদ্যোগের প্রশংসা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়ার।
দুপুর ২.২৬: ‘গ্লোবাল হাব ফর আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স’ হবে কলকাতায়। গোটা বিশ্বতে রেকি করে বেছে নেওয়া হয় কলকাতাকে। বাণিজ্য সম্মেলনের মঞ্চে বড় খবর শোনালেন সঞ্জীব পুরী। বললেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্রগেসিভ পলিসি’তে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।”
দুপুর ২.১৫: সম্মেলনের প্রথম বক্তা আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী। বাংলার বিনিয়োগ-বান্ধব পরিবেশের প্রশংসায় পঞ্চমুখ তিনি। বললেন, ”লক্ষ্ণীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ নানা সামাজিক প্রকল্পের মাধ্যমে রাজ্যকে এত সুন্দর করে সাজিয়েছেন যে আমরা ভরসা পাচ্ছি, এই মঞ্চ থেকে আগামী দিন আরও সুন্দর হয়ে উঠবে।”
দুপুর ২.১০: মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়ে গেল এবছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মঞ্চে হাজির ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
দুপুর ২.০৮: বাণিজ্য সম্মেলনের মঞ্চ প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মুকেশ আম্বানি। বিশিষ্টদের সম্মাননা জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা।
দুপুর ১.২২: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর ঠিক আগে শহরে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। সকলকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী।
দুপুর ১২.১০: কনভেনশন সেন্টারে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্রর সঙ্গে জার্মানির প্রতিনিধিরা। সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি।
বেলা ১১.৫৮: বাণিজ্য সম্মেলনে যোগ দিতে নিউটাউনের কনভেনশন সেন্টারে হাজির মুখ্যমন্ত্রী। সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।