শীতের আমেজ ফিরল বাংলায়। কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। কুয়াশার চাদরে ঢাকল মহানগর। বাকি জেলাগুলিতেও কুয়াশার দাপট। আংশিক মেঘলা আকাশ। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ।
তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে কুয়াশার পরিমাণও। ভোর হতেই চার দিক কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। শুক্রবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল।
এদিকে জলপাইগুড়িতে শনিবার কুয়াশার দাপট জেলা জুড়ে। সঙ্গে হার কাপানো ঠান্ডা সবমিলিয়ে জেলা জুড়ে একই পরিস্থিতি। কুয়াশা দাপটের কারণে যান চলাচলে অনেকটাই অসুবিধা সম্মুখীন। গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছেন গাড়ির চালকেরা। বেলাবাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও আরো বাড়ছে। ঠান্ডায় জুবুথুবু জেলা বাসী।