বাঙালির নববর্ষ মানে এক আবেগ, আর সেই আবেগেই যেন শান দিয়ে যায় উদয়ন ভট্টাচার্যের কবিতা নতুন বছর

0 81

বাংলা সাহিত্যে উদয়ন ভট্টাচার্য এক স্বনামধন্য কবি, তাঁর লেখনি গুণ দশকের পর বাংলা সাহিত্যকে ঋগ্ধ করেছে, দীর্ঘ কবি জীবনে একাধিক সম্মানেও সম্মানিত হয়েছেন উদয়ন।

নতুন বছর
উদয়ন ভট্টাচার্য

বছর শুরুর প্রথম দিনে
চাইছি যা যা মনে মনে
মানুষ যেন প্রতিশ্রুতি
রাখে মনের সঙ্গোপনে।

সেবার যখন ঘর ভেসে যায়
প্রতিশ্রুতির বন্যাতে
তোমার কুমীর কান্না দেখে
লোকেও তখন খুব হাসে।

সৎ মানুষের রাজনীতি আজ
সোনায় মোড়া পাথরবাটি
ভোটের সময় দ্বিধা যে হয়
শ্যাম রাখি না কুল রাখি।

ছবি পরিচয়– উদয়ন ভট্টাচার্য, কবি

Leave A Reply

Your email address will not be published.